shono
Advertisement

দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে যাচ্ছেন না অমিতাভ, টুইটারে ইঙ্গিত অভিনেতার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুপস্থিতির কথা নিজেই জানিয়েছেন শাহেনশা। The post দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে যাচ্ছেন না অমিতাভ, টুইটারে ইঙ্গিত অভিনেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:18 AM Dec 23, 2019Updated: 09:18 AM Dec 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতার কারণে এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না অমিতাভ বচ্চন। টুইট করে একথা জানিয়েছেন শাহেনশা। এ বছর তিনি দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হবেন। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় সেই পুরস্কার নিজের হাতে নিতে পারবেন না তিনি।

Advertisement

অমিতাভ বচ্চন টুইটারে জানিয়েছেন, “জ্বরে কাবু হয়ে পড়েছি। ভ্রমণের অনুমতি নেই। কাল দিল্লিতে জাতীয় চলচ্চিত্র উত্‍‌সবের অনুষ্ঠানে যেতে পারছি না। খুবই দুর্ভাগ্যজনক। দুঃখ হচ্ছে।”

[ আরও পড়ুন: নারী নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ, ক্যাব পরিষেবা চালু করছেন দীপিকা ]

শাহেনশার এই টুইটের পর শোকের ছায়া অনুরাগীমহলে। প্রসঙ্গত, অসুস্থতার কারণে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও উপস্থিত থাকতে পারেননি বিগ বি। অক্টোবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হয়েছিল ৭৭ বছরের অভিনেতাকে। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর দুর্বল শরীর নিয়েই তিনি ক্রমাগত কাজ করে গিয়েছেন। শ্যুটিং-এ ব্যস্ত থেকেছেন। কিছুদিন আগে অসুস্থ শরীর নিয়েই ‘চেহেরা’ ছবির শুটিং করতে গিয়েছিলেন স্লোভাকিয়া। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। তাই চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই আজ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না তিনি।

এ বছর ২৩ ডিসেম্বর জাতীয় পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বদলে এবছর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। কারণ? গত বছর আসলে জাতীয় পুরস্কার অনুষ্ঠানকে কেন্দ্র করেই জোর সমালোচনার শিকার হয়েছিলেন রামনাথ কোবিন্দ। মাত্র ১১ জন বিজয়ীর হাতে নিজে পুরস্কার তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু বাকিদের হাতে পুরস্কার তুলে দেন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। যা শুনে এবম দেখে স্তম্ভিত হয়ে যান সেখানে উপস্থিত দর্শকরা। যে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গতবছর জাতীয় পুরস্কার অনুষ্ঠান বয়কট করেছিলেন ৬০ জন পুরস্কার প্রাপক।

[ আরও পড়ুন: ‘সান্তা’ সাংসদ, বড়দিনের আগেই পথবাসী-যৌনকর্মীদের কম্বল বিতরণ নুসরতের ]

The post দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে যাচ্ছেন না অমিতাভ, টুইটারে ইঙ্গিত অভিনেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার