সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃহারা হলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোররাতে সোশাল মিডিয়ায় নিজেই মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই অভিনেত্রীর মা অসুস্থ ছিলেন বলে খবর।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। গতবছর থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। আর জি কর আন্দোলন চলাকালীন অভিনেত্রী জানিয়েছিলেন মায়ের অসুস্থতার কথা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির মাঝেও আমজনতা পরিষেবা পাচ্ছেন তা বোঝাতেই অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর মা সরকারি হাসপাতালেই ভর্তি। সেই সময়ই অভিনেত্রী বলেন, তাঁর মা প্রায় ৬ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। চেন্নাইতেও নিয়ে যাওয়া হয়েছিল কল্পনাদেবীকে। কিন্তু শেষরক্ষা হল না। ৬৫ বছর বয়সে পরলোক গমন করলেন অভিনেত্রীর মা।
বুধবার ভোরে সোশাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, 'একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।' এই কঠিন সময়ে শোক সামলে উঠতে অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং অনুরাগীরা। উল্লেখ্য, অভিনেত্রী আগে জানিয়েছিলেন তাঁর মা চাইতেন মেয়ে ডাক্তার হোক। কিন্তু কনীনিকার কোনওদিনই সে ইচ্ছে ছিল না। বরং তিনি চেয়েছিলেন বিনোদন জগতের অংশ হতে। পরে যদিও মেয়ের খুশিতেই খুশি হন কল্পনাদেবী।