সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Lionel Messi vs Cristiano Ronaldo) ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে সৌদি আরবে। টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। এর মধ্যেই খবর, আরব-দেশে মেসি-রোনাল্ডোর লড়াইয়ের পর তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ থাকছে, এমনকী ছবিও তোলা যাবে দুই মহাতারকার সঙ্গে। যাওয়া যাবে ড্রেসিং রুমেও।
তবে তার জন্য খরচ করতে হবে বিপুল অর্থ। সৌদি আরবেরই এক ব্যবসায়ী সেই স্পেশ্যাল টিকিটের জন্য ইতিমধ্যেই বিড করেছেন বলে খবর। নিলামে সেই টিকিটের দাম উঠেছে প্রায় ২২ কোটি টাকা।
[আরও পড়ুন: রোনাল্ডোকে সাত নম্বর দিতে হবে, তাই ক্লাব ছেড়েছেন বিদেশি ফুটবলার! সত্যিটা জানাল আল নাসের]
সৌদির সেই ব্যবসায়ীর নাম মুশারফ আল ঘামদি। তিনি সৌদি আরবের একটি বড় রিয়েল এস্টেট কোম্পানির জেনারেল ম্যানেজার। মেসি বনাম রোনাল্ডোর ম্যাচের স্পেশ্যাল টিকিট পাওয়ার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিলাম। ১৭ জানুয়ারি সেই নিলাম পর্ব শেষ হওয়ার কথা।
অত্যন্ত মূল্যবান সেই টিকিটকে ‘কল্পনার অতীত’ বলে বর্ণনা করছে ইউরোপের পত্রপত্রিকা। সচরাচর এমন সুযোগ পান না কোনও দর্শকই। ড্রেসিং রুম পর্যন্ত পৌঁছনো তো বহু দূরের কথা! কিন্তু মেসি-রোনাল্ডোর ম্যাচ সেই বিরল সুযোগ করে দিচ্ছে। দুই মহাতারকার সঙ্গে সাক্ষাৎ করা, ছবি তোলার পাশাপাশি ড্রেসিং রুমেও যাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এই অবারিত দ্বারের জন্য হাতে থাকতে হবে বিশেষ টিকিটটি। আসন্ন মেগা ম্যাচের জন্য যে তৈরি হচ্ছে আরব মুলুক, তা বলে দিচ্ছে টিকিটের চাহিদা, টিকিটের দাম।
উল্লেখ্য, সৌদির দুই প্রধান ক্লাব আল হিলাল এবং আল নাসেরের (Al Nassr) মিলিত দলের বিরুদ্ধে ম্যাচটি খেলবেন মেসি, কিলিয়ান এমবাপেরা। এই প্রীতি ম্যাচের দলে রোনাল্ডো থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন ছিলই ভক্তদের মনে। তবে জল্পনার অবসান ঘটিয়েছেন আল নাসেরে রোনাল্ডোর নতুন কোচ। জানিয়েছেন, ১৯ তারিখ মেসিদের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে সৌদি আরবে অভিষেক ঘটছে রোনাল্ডোর।