সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৫ জনের। আহত আরও ৫ জন। সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নৌশেরায়। বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে আশেপাশের অন্তত ১০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ১০টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাপক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় ওই অঞ্চল। বিস্ফোরণের জেরে গুদামের ছাদ উড়ে যায়, ভেঙে যায় দেওয়াল। স্থানীয়দের দাবি, বাজি তৈরির জন্য পরিচিত নৌশেরা গ্রাম। এখানে প্রায় প্রতি বাড়িতেই বাজি তৈরি করা হয়। ফলে মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটে কিন্তু এতবড় দুর্ঘটনা এই প্রথম।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। ডাকা হয় এনডিআরএফ ও এসডিআরএফকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১০ জনকে। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৫ জনের।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন আগরা রেঞ্জের আইজি দীপক কুমার। তিনি বলেন, "উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। সাধারণত জনবহুল এলাকায় এই ধরনের বাজির গুদামের অনুমতি দেওয়া হয় না। এখানে যে গুদামটি ছিল তার অনুমতি দেওয়া হয়েছিল এখান থেকে অনেকটা দূরে ফাঁকা জায়গায়। তবে সম্পূর্ণ বেআইনিভাবে এখানে মজুত করা হচ্ছিল বাজি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ফিরোজাবাদ প্রশাসন।