shono
Advertisement

রেলের ট্র্যাকম্যানের চাকরিতে আইআইটির ইঞ্জিনিয়ার! হতবাক আধিকারিকরা

বেকারত্বের বাস্তব ছবি! The post রেলের ট্র্যাকম্যানের চাকরিতে আইআইটির ইঞ্জিনিয়ার! হতবাক আধিকারিকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:34 PM Aug 27, 2019Updated: 04:44 PM Aug 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বেকার সমস্যার বাস্তব ছবিটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিহারের এক যুবক। ঝুলিতে বম্বে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি যোগ দিলেন রেলের গ্রুপ ডি-র চাকরিতে। আইআইটির ডিগ্রি পাওয়ার পর বিহারের শ্রবণ কুমার বেশ কিছু উচ্চপদের সরকারি চাকরির চেষ্টা করেছেন। কিন্তু, তা না জোটায় শেষপর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই রেলের গ্রুপ ডি-তে যোগ দিলেন। এই খবর রীতিমতো অবাক করেছে নেটিজেনদের।

Advertisement

[আরও পড়ুন: রেকর্ড সোনার দাম, বাংলাদেশি ‘টাকা’কে ছোঁয়ার পথে ভারতীয় ‘রুপি’!]

বিহারের শ্রবণ কুমার, আইআইটি বম্বে থেকে প্রথমে বি-টেক এবং পরে এম-টেক করেন। ২০১০ সালে তিনি বম্বে আইআইটিতে যোগ দেন। তারপর জোড়া ডিগ্রি অর্জন করেন। ২০১৫ সাল থেকেই সরকারি চাকরির চেষ্টা করছিলেন শ্রবণ। কিন্তু, এতদিন কিছুই জোটাতে পারেননি। অবশেষে চাকরি জুটল। রেলের ধানবাদ ডিভিশনের চন্দ্রপুর স্টেশনে ট্র্যাকম্যান হিসেবে যোগ দিয়েছেন তিনি। চন্দ্রপুর এবং টেলো স্টেশনের মাঝে রেলের লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করবেন তিনি। শ্রবণের মতো একজন উচ্চ শিক্ষিত যুবক গ্রুপ ডি-র চাকরিতে যোগ দিচ্ছেন, যা অবাক করেছে রেলের ধানবাদ বিভাগের আধিকারিকদের। তাঁরা অবাক হচ্ছেন, শ্রবণের সরকারি চাকরি-প্রীতি দেখে।

[আরও পড়ুন: সরকারি পরিষেবা দিতে এবার কাশ্মীরে আধার কার্ড তৈরিতে জোর কেন্দ্রের]

অনেকেই বলছেন, দেশের বেকার সমস্যা কি প্রবল তা বোঝা যাচ্ছে শ্রবণকে দেখে। আইআইটির মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতী ছাত্রকেও চাকরির জন্য এতদিন অপেক্ষা করতে হল। যে চাকরি জুটলো সেটাও আবার গ্রুপ-ডির। রেলওয়ে সূত্রের খবর, শ্রবণ কুমার যে পোস্টে যোগ দিয়েছেন, সেই পোস্টের জন্য ন্যূনতম যোগ্যতা ছিল দশম শ্রেণি পাশ। এ হেন চাকরিতে কেন যোগ দিলেন শ্রবণ? তাঁর ঘনিষ্ট সূত্রের খবর, বেসরকারি চাকরিতে নিরাপত্তার অভাব বোধ করতেন তিনি। তাই কোনওভাবেই বেসরকারি চাকরিতে যোগ দিতে চাননি। বন্ধুদের অনেকে বেসরকারি সংস্থার উচ্চপদে চাকরিরত হলেও, শ্রবণের পছন্দ ছিল সরকারি চাকরিই। তিনি আশাবাদী, আগামী দিনের রেলের শীর্ষস্থানের আধিকারিক হয়ে উঠবেন।

The post রেলের ট্র্যাকম্যানের চাকরিতে আইআইটির ইঞ্জিনিয়ার! হতবাক আধিকারিকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার