সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সাতসকালে গলফ গ্রিনের সেন্ট্রাল পার্ক এলাকা থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ। তাঁর শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শারীরিক নির্যাতনের পর খুন করা হয়েছে ওই যুবককে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কেনই বা খুন করা হল ওই যুবককে তা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।
[আরও পড়ুন: চোখের সামনে কারগিল যুদ্ধ দেখতে চান? চলে আসুন কলকাতার এই মিউজিয়ামে]
ছুটির দিন হওয়ায় সাধারণত রবিবার একটু দেরিতে ঘুম থেকে ওঠার পরিকল্পনা ছিল গলফ গ্রিনের বেশিরভাগ বাসিন্দার। কিন্তু সুর কাটল বীভৎস ঘটনা। এদিন সকাল ৬টা ১০ থেকে আতঙ্কে কাঁটা স্থানীয়রা। ভোরে হাঁটতে বেড়িয়ে অনেকেই দেখতে পান রাস্তার মাঝে পড়ে রয়েছে এক যুবকের দেহ। আতঙ্কিত হয়ে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন এলাকাবাসী। ফোনে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন কাউন্সিলর। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, রাস্তার মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। তার হাত, পা ভেঙে গিয়েছে। কানের পাশেও রয়েছে গভীর ক্ষতচিহ্ন। রক্তে ভেসে যাচ্ছে মাথা। তড়িঘড়ি পুলিশে খবর দেন তিনি। যাদবপুর থানার পুলিশ ওই এলাকায় আসে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় কলকাতার হোমিসাইড শাখার আধিকারিকরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই যুবককে।
স্থানীয়দের দাবি, নিহত ওই যুবককে কখনই এলাকায় দেখেননি তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, দিনকয়েক এলাকায় বেড়েছে বহিরাগতদের উৎপাত। মাঝেমধ্যেই বাইকে চড়ে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবককে ওই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। নিজেদের মধ্যে কথা কাটাকাটি, অশান্তিতে নিশ্চিন্তে বাড়িতেও থাকতে পারছেন না স্থানীয়রা। শনিবার গভীর রাতে এমনই চার অজ্ঞাতপরিচয় যুবককে এলাকায় ঘুরতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় কাউন্সিলরকে। তাঁরই তৎপরতায় খবর পায় যাদবপুর থানার পুলিশ। ওই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয় তাদের বাইক। তবে যুবক রহস্যমৃত্যুর সঙ্গে ওই চারজনের কোনও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: অটোর টুলবক্সে করে পাচার আড়াই কোটির সোনা, ধৃত ৩ মহিলা-সহ চালক]
একে তো বহিরাগতদের তাণ্ডব তার উপর আবার সাতসকালে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, একের পর এক ঘটনাপ্রবাহে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। পুলিশের কাছে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
The post রক্তমাখা রাস্তায় পড়ে যুবকের হাত-পা ভাঙা দেহ, চাঞ্চল্য গলফ গ্রিনে appeared first on Sangbad Pratidin.