সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আনন্দী' ধারাবাহিক থেকে আচমকাই উধাও অন্বেষা হাজরা (Annwesha Hazra)! চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা। টেলিপর্দায় অভিনেত্রী দারুণ জনপ্রিয়। দর্শক-অনুরাগীদের অন্দরমহলেও প্রিয় 'আনন্দী'র (Anandi) কদর কম নয়। তাই দিন কয়েক সিরিয়ালে অন্বেষার দেখা না পেয়েই তাঁদের মনে কৌতূহলের উদ্রেক! কেন সিরিয়ালে অনুপস্থিত অভিনেত্রী? সোশাল মিডিয়ায় নানা জল্পনার মাঝেই আসল কারণ ফাঁস করলেন অন্বেষা হাজরা।
অভিনেত্রী ডেঙ্গুতে আক্রান্ত। বতর্মানে ডেঙ্গুর উপদ্রব যে বেজায় বেড়েছে, তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। অন্বেষা আবার ডেঙ্গুর পাশাপাশি টাইফয়েডে আক্রান্ত। যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। গায়ে জ্বর নিয়েই পাঁচ দিন আগে শেষ সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু পরীক্ষা করাতে হয় অন্বেষাকে। শেষমেশ রিপোর্টেই ধরা পড়ে যে ডেঙ্গুতে আক্রান্ত তিনি। হাসপাতালের শয্যা থেকেই ফেসবুক পোস্টে নিজের খবর জানালেন তিনি। অন্বেষা লিখেছেন, "ডেঙ্গু এবং টাইফয়েডের কারণে আমি হাসপাতালে রয়েছি। শেষ আমি ১১ই নভেম্বর শুটিং করেছিলাম। তাও জ্বর গায়ে। টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই।"
এখন কেমন 'আনন্দী'র শারীরিক পরিস্থিতি? অন্বেষা জানালেন, "এই মুহূর্তে আমি ভালো আছি। সব কিছুই নরমাল আছে। আশা করি, আগামী সপ্তাহ থেকে তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য। আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো।" অভিনেত্রীর ফেসবুক পোস্ট দেখে তাঁর আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। টেলিপর্দার সহকর্মীরাও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন অন্বেষা হাজরাকে।