shono
Advertisement

Breaking News

Anant Radhika Wedding

আম্বানি কড়চা: DJ রণবীর সিং, শাশুড়ি নীতাকে নাচালেন শাহরুখ-সলমন, আবারও আলিয়ার প্রেমে রণবীর

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে গোটা বলিউড।
Published By: Sandipta BhanjaPosted: 04:40 PM Jul 12, 2024Updated: 09:19 AM Jul 13, 2024

শুরু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও বড় চমক! রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই ১২ জুলাই, শুক্রবার অনন্ত-রাধিকার চার হাত এক হল। প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি।  বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ার থেকে শুরু করে দেশ-বিদেশে ডাকসাইটে ব্যক্তিত্বরা হাজির আম্বানিদের মেগাবাজেট বিয়ের লাল গালিচায়।

Advertisement

রাত ১২.০০: অনুষ্ঠানের শেষপাতে নজর কাড়লেন কোন তারকা? একনজরে দেখে নিন। 

আম্বানিদের অনুষ্ঠানে একে-অপরের থেকে চোখ ফেরাতে পারলেন না রণবীর-আলিয়া। নজরকাড়া সাজে রাহার মা-বাবাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। 

রাত ১০.০২: অনন্ত-রাধিকাকে শুভেচ্ছা জানাতে হাজির লালুপ্রসাদ যাদব।

রাত ১০.০১: সস্ত্রীক ভারতীয় পোশাকে সেজে হাজির বরিস জনসন।  

রাত ১০.০০: আম্বানিপুত্রকে আশীর্বাদ করতে পৌঁছলেন বাবা রামদেব। দেখা গেল স্মৃতি ইরানি। 

রাত ৯.৪০: ভারতীয় পোশাকে সেজে আম্বানিদের বিয়েতে হাজির সস্ত্রীক টনি ব্লেয়ার। দেখুন ভিডিও। 

রাত ৯.৩১: লাল সালোয়ারে হাজির হবু মা দীপিকা পাড়ুকোন। 

রাত ৯.৩০: বিকেলে অটোয় মুম্বই ঘুরে, রাতে আম্বানিদের জলসায় লাল মৎসকন্যা অবতারে হাজির কিম কার্দাশিয়ান।  

রাত ৯.০০: 'জব কবীর সিং মেট প্রীতি'। আম্বানিদের বিয়েতে মীরা রাজপুতকে নিয়ে শাহিদ কাপুর। দেখা হতেই আড্ডা জুড়লেন সিদ্ধার্থ-কিয়ারার সঙ্গে। 

রাত ৮.৪৫: রানি-বেগুনি লেহেঙ্গায় কিয়ারা আডবানি। সিদ্ধার্থকে দেখা গেল সাদা শেরওয়ানিতে।

রাত ৮.৪৩: অজয় দেবগন, অনুপম খের, সস্ত্রীক যুবেন্দ্র চাহালরা এলেন অনন্ত-রাধিকার বিয়েতে।

রাত ৮.৪০: সপরিবারে দক্ষিণী সাজে সুনীল শেট্টি। মেয়ে-জামাই কে এল রাহুল, আথিয়া শেট্টি, ছেলে অহন শেট্টির সঙ্গে পোজ দিলেন সুনীল আন্না।  

রাত ৮.০১: অনন্ত-রাধিকার বিয়েতে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। 

রাত ৮.০০:  স্ত্রী গৌরী খানকে নিয়ে শাহরুখ খান এলেন। পেস্তা রঙের শেরওয়ানিতে কেতাদুরস্ত লুক কিং খানের।

আম্বানিদের লাল গালিচায় রণবীর-আলিয়া। দেখুন ভিডিও। 

সন্ধে ৭.৫২: আম্বানিদের রেড কার্পেটে সলমন খান। 

সন্ধে ৭.৫০: বরযাত্রীদের সঙ্গে নেচে মাত করলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে আলিঙ্গন রণবীর সিংয়ের। অনন্তের সঙ্গে মাই নেম ইজ লক্ষ্মণ গানে নাচ অনিল কাপুরের। রজনী আন্নাও নাচলেন। রণবীর সিং, অর্জুন কাপুরও নাচলেন একসঙ্গে। তারকাদের পারফরম্যান্সে জমজমাট আম্বানিদের বিয়ের অনুষ্ঠান।  

সন্ধে ৭.০৫: সান্ধ্যকালীন মজলিশ জমে উঠল সুফি শিল্পীকবিতা শেঠ, অমিত ত্রিবেদীর গানে। 

সন্ধে ৭.০০: আম্বানিদের রেড কার্পেটে বার্বি সাজে  প্রিয়াঙ্কা চোপড়া। ভেন্যুতে প্রবেশের আগে স্ত্রীর চুল ঠিক করে দিলেন নিক জোনাস। 

সন্ধে ৬. ৫৮:  জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ক্রিকেট ব্রিগেডও হাজির। ট্যাডিশনাল মোডে দেখা গেল হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পা্ডিয়া, ইশান কিসানরা। 

সন্ধে ৬.৩৫: দুধসাদা রঙের শেরওয়ানিতে সেজে আম্বানিদের শুভেচ্ছা জানাতে পৌঁছলেন করণ জোহর। 

সপরিবারে মাধুরী দীক্ষিত নেনে। 

সন্ধে ৬.৩০: আম্বানিদের রেড কার্পেটে শাহরুখকন্যা সুহানা খান এবং ছেলে আরিয়ান। ভাইবোন জুটিকে দেখে পাপারাজ্জিদের উল্লাস। 

সন্ধে ৬.২৮: স্ত্রী লতা রজনীকান্ত, মেয়ে ঐশ্বর্য রজনীকান্তকে নিয়ে হাজির রজনী আন্না। তাঁদের সাজপোশাকেও দক্ষিণী ছোঁয়া। 

স্ত্রী নতাশা দালালকে ছাড়াই বিয়ের আসরে বরুণ ধাওয়ান। বলিউড মাধ্যম সূত্রে খবর, সন্তান ছোট। তাই সম্ভবত যোগ দিতে পারেননি তিনি। বরুণের পাশাপাশি দেখা গেল কৃতী স্যাননকেও। 

সন্ধে ৬.১৮: ছাদনাতলায় বসার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নিলেন অনন্ত। রীতি-রেওয়াজ শিখিয়ে দিলেন মা নীতা। 

সন্ধে ৬.১৫: আম্বানিদের বিয়েতে সস্ত্রীক উপস্থিত এ আর রহমান। 

সাক্ষী এবং মেয়েকে নিয়ে হাজির মহেন্দ্র সিং ধোনি। 

বিকেল ৫.৫০: প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে হাজির জাহ্নবী কাপুর। 

আম্বানিদের লাল গালিচায় ট্যাডিশনাল মুডে 'সঞ্জুবাবা'। 

বিকেল ৫.১৫: রাজকীয় বরযাত্রীতে অর্জুন কাপুর, খুশি কাপুর, সানায়া কাপুর। ভাই ইব্রাহিমকে নিয়ে এলেন সারা আলি খানও। একই প্যাটার্নের পোশাকে দেখা গেল অনন্যা পাণ্ডে, খুশি এবং সানায়াকে। 

বিকেল ৫.০৫: 'পিকচার পারফেক্ট' আম্বানি পরিবার। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে নীতা আম্বানি। গোটা পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মুকেশ-নীতা। 

বিকেল ৪.৫৮: বরযাত্রীর সঙ্গে পৌঁছল রাজকুমার রাও এবং পত্রলেখা। আম্বানিদের রেড কার্পেটেও গাছ হাতে জ্যাকি শ্রফ। দেখুন ভিডিও। 

বিকেল ৪.৫৫: জন সিনাকে শেরওয়ানিতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। আখ্যা দিলেন 'জন বাবু'।

বিকেল ৪.৫০: বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সাজল আম্বানি পরিবার। আকাশ আম্বানি, বউমা শ্লোকা আম্বানি এবং মেয়ে-জামাই ইশা-আনন্দকে নিয়ে বিয়ের ভেন্যু জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে পৌঁছেই পাপারাজ্জিজের ক্যামেরার জন্য পোজ দিলেন মুকেশ আম্বানি। 

ছবি : টুইটার

বিকেল ৪.৪২: বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম 'অ্যান অড টু বারাণসী'। অতিথি আপ্যায়ণেও তাই বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পাবে এলাহি নৈশভোজের তালিকায়। থাকছে বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো নানা খাবার। 

বিকেল ৪.৩০:  আন্তেলিয়া থেকে বেরনোর সময় বরযাত্রীদের নাচ। 

বিকেল ৪টে: ধীরুভাই আম্বানিকে স্মরণ করে বরযাত্রীরা আন্তেলিয়া থেকে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের উদ্দেশে রওনা দিলেন আম্বানিরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুরু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠান।
  • মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও বড় চমক!
  • ১২ জুলাই, শুক্রবার গোধূলি লগ্নে অনন্ত-রাধিকার চার হাত এক হতে চলেছে।
Advertisement