সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দ্রে রাসেলের (Andre Russell) ৩৭ বলে ৭০ রান। তবুও জিততে পারল না লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)। চার-চারটি ম্যাচে হার মানতে হল নাইটদের।
ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে রাসেল বিস্ফোরক ব্যাটিং করেন। তাঁর মারা বিরাট বিরাট সব ছক্কাগুলো মাঠের বাইরে যায়। রাসেলের ইনিংসে সাজানো ছিল ছ’টি ওভার বাউন্ডারি ও ছ’টি বাউন্ডারি। বিশালাকায় ছক্কা হাঁকিয়ে পঞ্চাশে পৌঁছন রাসেল।
এবারই মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণ। দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন ক্যারিবিয়ান দৈত্য। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন রাসেল। ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধেও খুনে মেজাজে ধরা দিলেন রাসেল। তিনি ৭০ রানে অপরাজিত থেকে যান।
[আরও পড়ুন: ‘ভক্ত’ ক্যারিবিয়ান কিপারের আশা কোহলি যেন সেঞ্চুরি পান! বিরাট জবাব নিমেষে ভাইরাল]
রান তাড়া করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ১৮.১ ওভারে ম্যাচ জিতে নেয়। ম্যাট শর্ট (৪৩), আন্দ্রিয়েস গাউস (৪০) ও গ্লেন ফিলিপস-এর (২৯) জন্য ম্যাচ জিতে নেয় ওয়াশিংটন ফ্রিডম। সুনীল নারিন, অ্যাডাম জাম্পা ও আলি খান একটি করে উইকেট নেন।