সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটপাড়ার চর্চায় আদিত্য নারায়ণ। ছত্তিশগড়ে শো করতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন যে যার জেরে সোশাল মিডিয়ায় একেবারে ছি ছি-কার পড়ে গিয়েছে! ভক্তকে মারধর। তাঁর মোবাইল ফোন ছুঁড়ে উন্মত্ত ভিড়ের মধ্যে ফেলে দেওয়া। একজন গায়কের এহেন আচরণ দেখে ক্ষুব্ধ শ্রোতা অনুরাগীরা।
ঠিক কী ঘটেছে? ছত্তিশগড়ের এক কলেজে কনসার্ট করতে গিয়েছিলেন আদিত্য নায়ারণ। সব ভালোই চলছিল। তবে তাল কাটল মাঝখানে! মঞ্চে তখন শাহরুখ খানের ‘ডন’ ছবির ‘আজ কী রাত’ গানটি গাইছেন উদিতপুত্র। আর মাঠে দর্শক-শ্রোতাদের উন্মাদনা তখন তুঙ্গে। অনেকেই হাত বাড়িয়ে মোবাইল ফোনে রেকর্ড করছেন সেই মুহূর্ত। আচমকাই এক অনুরাগীর হাত টেনে মাইক দিয়ে জোরে জোরে মারতে দেখা যায় আদিত্যকে। শুধু তাই নয়, অনুরাগীর মোবাইল ফোনও ছুড়ে ফেলে দেন তিনি। আর উদিতপুত্রর এমন বদমেজাজি আচরণের মুহূর্তই এখন নেটপাড়ার চর্চায়।
শো চলাকালীন কেন হঠাৎ খেপে গেলেন আদিত্য নারায়ণ? সেই প্রশ্নের উত্তর অধরা থাকলেও নেটিজেনরা কিন্তু কটু কথা শোনাতে ছাড়েননি উদিতপুত্রকে। কারও প্রশ্ন, ‘আরে আদিত্যর সমস্যাটা কোথায়?’ কেউ বা জিজ্ঞেস করলেন, ‘এত্ত বদমেজাজ কেন? তাও আবার নিজের ভক্তের উপরই!’ কারও মন্তব্য, ‘ওর দুঃসাহস দেখে অবাক হচ্ছি। কী মনে করে নিজেকে?’
[আরও পড়ুন: ‘মিঠুন ম্যাজিকে’ই একছাদের তলায় দুই শিবির, আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মহাগুরু]
এই অবশ্য প্রথমবার বিতর্কে জড়ালেন না আদিত্য নারায়ণ। এর আগে ২০১৭ সালে রায়পুর বিমানবন্দরে এক কর্মীর সঙ্গে অভব্য আচরণ করতে দেখা গিয়েছিল তাঁকে। রাগের বশে বিমানসংস্থায় কর্মরত ওই ব্যক্তিকে হুমকি দেন, “যদি তোর অন্তর্বাস না খুলি না, আমিও আদিত্য নায়ারণ নই।” সেই ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হয়েছিল। এবার ছত্তিশগড় কাণ্ডেও একই ঘটনা ঘটল। নিন্দার ঝড় নেটপাড়ায়।