সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোয় আয়োজিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন অঙ্কুর মিত্তল। বুধবার মেক্সিকোর আকাপুলকোয় আয়োজিত ডবল ট্র্যাপ শুটিংয়ে সোনা জিতলেন তিনি।
[বাবরি মসজিদ ধ্বংস মামলা দু’সপ্তাহ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট]
দিল্লিতে অনুষ্ঠিত গত বিশ্বকাপে রূপো জিতেছিলেন অঙ্কুর। এদিন প্রতিযোগিতার তৃতীয় দিনে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জেমস উইলেটকে হারিয়েছেন তিনি। কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন মিত্তল। ১৫০ পয়েন্টের মধ্যে ১৪০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। প্রথম হয়েছিলেন চিনের ইয়িং কুই। তবে ফাইনালে কুই বা অস্ট্রেলিয়ান উইলেটকে কোনও সুযোগ দেননি অঙ্কুশ। ৮০ পয়েন্টের মধ্যে তাঁর সংগ্রহ ৭৫। সেখানে রূপো পাওয়া উইলেট পেয়েছেন ৭৩ পয়েন্ট আর ব্রোঞ্জজয়ী কুইয়ের সংগ্রহ ৫২ পয়েন্ট।
[ব্রিটিশ সংসদে জঙ্গি হানায় মানবিকতা দেখিয়ে হিরো মন্ত্রী]
প্রতিযোগিতায় এখনও বেশ কয়েকজন ভারতীয় শুটারের খেলতে নামা বাকি। এদের মধ্যে উল্লেখযোগ্য রেশমি রাঠৌর, অঙ্গদ বীর সিং বাজওয়া, মান সি এবং অমরিন্দর চিমা।
[পাকাপাকিভাবে রদ হতে চলেছে ফাঁসির সাজা, সবুজ সংকেত কেন্দ্রর]
The post শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের অঙ্কুর মিত্তল appeared first on Sangbad Pratidin.