সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আইটেম গার্ল’ তো দেখেছেন, কিন্তু ‘আইটেম বয়’! অবাক হচ্ছেন তো? আজ্ঞে, অঙ্কুশ হাজরা এমন কাণ্ডই ঘটিয়েছেন। তিনি বরাবরই টলিপাড়ার রসিক অভিনেতা হিসেবে পরিচিত। তাঁর রসবোধের জুড়ি মেলা ভার! এবার ‘আইটেম বয়’ হিসেবে আত্মপ্রকাশ করলেন অঙ্কুশ।
টলিপাড়ার প্রথম কোনও অভিনেতাকে সিনেমায় আইটেম সংয়ে নাচ করতে দেখা গেল। আর এমন ভাবনার নেপথ্যে টলিপাড়ার পরিচালকজুটি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শনিবার ‘রক্তবীজ’-এর আইটেম সং প্রকাশ্যে এল। দিন দুয়েক ধরেই ‘দাঁত না মাজার কীর্তন’ শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ফাঁস হল আসল রহস্য।
‘রক্তবীজ’ ছবির এই আইটেম গানের নাম ‘গোবিন্দ দাঁত মাজে না’। আর সেখানেই অঙ্কুশকে কোমর দোলাতে দেখা গেল। প্রযোজনা সংস্থার শেয়ার করা আইটেম সংয়ের ভিডিওর ক্যাপশনও কেতাদুরস্ত। লেখা- “ফ্রম হাওড়া টু বর্ধমান, গয়া টু কাশী, মেন লাইন কর্ড লাইন, ওগো মেসো আর মাসি, সকলে জানে রে কেউ কিছুই বলে না। কেন গোবিন্দ দাঁত মাজে না!”
[আরও পড়ুন: ‘সরকার বাছার দায়িত্ব জনতার’, শাহরুখের ‘জওয়ান’ সংলাপ কি লোকসভা ভোটের আগে বার্তা?]
‘গোবিন্দ দাঁত মাজে না’ গানটি গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, ২০২৩ সালের পুজোয় আসছে ‘রক্তবীজ’। এই ছবির টিজার ইতিমধ্যেই সুপারহিট। ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রপতির ভূমিকায় দেখে সিনেদর্শকরা মুখিয়ে রয়েছেন বড়পর্দায় দেখার জন্য। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে বড় চমক অঙ্কুশের আইটেম সং।