shono
Advertisement
Chithi.me

বাদামি খামের নস্ট্যালজিয়া, 'গোপন চিঠি' নিয়ে হইচই ফেসবুকে! জানুন অ্যাপটির খুঁটিনাটি

অল্পদিনেই সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে Chithi.me অ্যাপ।
Published By: Amit Kumar DasPosted: 09:10 PM Nov 24, 2024Updated: 09:10 PM Nov 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট ও ইমেলের যুগে চিঠি এখন নস্টালজিয়া। সেই নস্টারজিয়াই এবার ঘুরে ফিরে এল সোশাল মিডিয়ায়। এখানে বাদামি খামের পুরানো গন্ধ না থাকলেও আবেগের খামতি নেই। অল্প কয়েকদিনেই সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে 'চিঠি ডটমি' নামের একটি গুগল প্লে অ্যাপ্লিকেশন। যেখানে প্রিয়জনকে চিঠি লেখা যাবে নিজের নাম, পরিচয় গোপন রেখে।

Advertisement

৮ নভেম্বর গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডটমি নামে অ্যাপটি। এই অল্পদিনেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে অ্যাপটি। এরই মধ্যে প্রায় ৫০ হাজারবার অ্যাপটি ডাউনলোড হয়েছে। ১০ লাখেরও বেশি চিঠি প্রকাশ বা পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে। অ্যাপটির নির্মাতা বাংলাদেশের আইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ হাসান। বিশেষ এই অ্যাপের বিশেষত্ব হল, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরানো দিনের মতো কাগজে, হাতে লেখা অক্ষরের মতোই নোটপ্যাডের মাধ্যমে আপনি চিঠি লিখতে পারবেন। চিঠির কাগজ ও হাতের লেখার বিভিন্ন ডিজাইন অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই অ্যাপের কাজ অত্যন্ত সহজ। গুগল প্লে স্টোরে গিয়ে ‘Chithi.me’ লিখে সার্চ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং নিজের নামে একটি লিঙ্ক শেয়ার করতে হবে সোশাল মিডিয়ায়। এখানে নিজের পরিচিতরা এখানে ঢুকে আপনাকে চিঠি লিখবেন। তবে এখানে লেখকের নাম বা পরিচয় কিছুই দেখতে পাবেন না আপনি। তবে যদি তিনি নিজের পরিচয় দিতে চান তাহলে তিনি দিতেই পারেন। সেক্ষেত্রে অবশ্য এটি আর বেনামি থাকবে না। তবে আপনার সম্পর্কে অন্যেরা কী ধারনা রয়েছে অতি সহজে তা জানতে পেরে যাবেন আপনি।

অভিনব এই অ্যাপ প্রসঙ্গে বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাজিদ হাসান বলেন, ‘আমার বড় ভাই ক্যাডেট কলেজে পড়তেন। তাই আমি ছোটবেলা থেকেই চিঠি লেখা ও চিঠি পাওয়ার সঙ্গে অভ্যস্ত। আমি আমার আত্মীয়স্বজন, মামা-মামিকে তখন চিঠি লিখতাম। এখন চিঠি বিষয়টা একেবারই হারিয়ে গেছে। আমি ছোটবেলার চিঠি লেখার বিষয়টি মাথায় রেখে চিঠি ডটমি তৈরি করি। প্রথমে ধারণা ছিল, বন্ধুদের জন্য বানাব অ্যাপটা। সবাই বাহবা দেবে। গুগল প্লে স্টোরে অ্যাপটি প্রকাশের ১০ দিনের মধ্যে এমন সাড়া পাওয়া যাবে, তা কল্পনাতেও ছিল না। বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশে থাকা বাংলাভাষীরাও অ্যাপটি ব্যবহার করছেন। অনেকেই তাঁদের শৈশবের চিঠি লেখার যুগে ফিরে গেছেন, বিষয়টি নির্মাতা হিসেবে ভীষণ উপভোগ করছি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাম পরিচয় গোপন রেখে প্রিয়জনকে চিঠি লিখতে এল নয়া অ্যাপ।
  • ৮ নভেম্বর গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডটমি নামে অ্যাপটি।
  • অ্যাপটির নির্মাতা বাংলাদেশের আইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ হাসান।
Advertisement