সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি এখন সকলেই স্মার্টফোনে সরগড়। দিনের একটা বড় সময় কাটে সোশাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে কখন যেন ঘণ্টা পেরিয়ে যায়, তা টের পাননা ইউজাররা। বহু মানুষ আবার ইনস্টাগ্রাম থেকে উপার্জনও করেন। সবার কথা ভেবেই এবার আকর্ষণীয় ফিচার আনতে চলেছে এই অ্যাপ।
ভাবছেন তো কি ফিচার আসতে চলেছে? কষ্ট করে এডিটিংয়ের দিন হতে চলেছে অতীত। এবার ইনস্টাগ্রামেই যুক্ত হচ্ছে এআই ভিডিও এডিটিং ফিচার। এর ফলে শুধু মাত্র কীরকম চাইছেন, তা জানানো হলেই একেবারে মনের মতো করে এডিট হয়ে যাবে ভিডিও। আপনি চাইলে ব্যকগ্রাউন্ড থেকে পোশাক, সবটা মুহূর্তে বদলে দেবে এআই। সংস্থা সূত্রে খবর, আগামী বছরই এই ফিচার নিয়ে আসবে ইনস্টাগ্রাম। তবে দিনক্ষণ এখনও জানাতে পারেনি সংস্থা।
উল্লেখ্য, সময়ের সঙ্গে সঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্ট্গ্রামের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। সোশাল মিডিয়া বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় কাজে ব্যবহার হচ্ছে। বহু মানুষের উপার্জনের মূল পথ এই প্ল্যাটফর্মগুলো। সবদিক মাথায় রেখে সংস্থাগুলো নিয়মিত আকর্ষণীয় ফিচার আনার চেষ্টা করছে, যাতে ইউজাররা খুশি হন। সেই কারণেই নতুন চিন্তাভাবনা ইনস্টাগ্রামের।