shono
Advertisement

মুম্বইতে ফের ব্রিজ ভাঙার আশঙ্কা, দুর্ঘটনা এড়াতে গাড়ির যাত্রাপথ বদল

অতিরিক্ত বৃষ্টির জেরে ব্রিজে ফাটল? The post মুম্বইতে ফের ব্রিজ ভাঙার আশঙ্কা, দুর্ঘটনা এড়াতে গাড়ির যাত্রাপথ বদল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:53 PM Jul 04, 2018Updated: 01:23 PM Jul 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যনগরীতে আবারও ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা৷ গ্রান্ট রোড স্টেশনের কাছে ব্রিজে দেখা দিয়েছে ফাটল৷ টুইট করে মুম্বই পুলিশের তরফে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই ব্রিজ দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ নানা চক থেকে কেনেডি ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত গাড়ির যাত্রাপথ৷

Advertisement


বিরামহীন বৃষ্টিতে ভিজছে মুম্বইয়ের বিভিন্ন এলাকা৷ বুধবার বৃষ্টি কিছুটা কমলেও, সকাল থেকেই মুখভার আকাশের৷২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা একটানা বৃষ্টিতে ভাসছে গোটা বাণিজ্যনগরী৷ ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা৷ বিভিন্ন রাস্তা জলের তলায় চলে গিয়েছে৷ স্বাভাবিকের তুলনায় সামান্য ধীর গতিতেই যাতায়াত করছে যানবাহন৷ ব্যাপক যানজটে গন্তব্যে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হচ্ছে আমজনতাকে৷  অতিরিক্ত বৃষ্টির জেরেই বিভিন্ন রাস্তায় ফাটল দেখা দিচ্ছে বলেই অনুমান মুম্বই পুলিশের৷

[অমরনাথ যাওয়ার পথে বালতাল রুটে ধস,  মৃতের সংখ্যা বেড়ে ১১]

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে আন্ধেরি স্টেশনের কাছে ভেঙে পরে  গোখলে ব্রিজ৷ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে৷ ব্রিজ ভেঙে পরায় কেউ মারা না গেলেও, ছ’জন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জন এখনও ভরতি রয়েছেন হাসপাতালে৷ সেতু ভাঙার প্রভাবে ব্যাহত হয়েছিল রেল চলাচল৷ তবে বুধবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি৷ যদিও এখনও পর্যন্ত আন্ধেরি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে বন্ধ রয়েছে ট্রেন চলাচল৷ অন্য প্ল্যাটফর্মেও প্রায় দশ-পনেরো মিনিটে দেরিতে চলছে লোকাল ট্রেন৷ বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে৷

[বাসের ছাদ ফুঁড়ে ঢুকে গেল ব্যারিকেড, একই দিনে দুই দুর্ভোগের সাক্ষী মুম্বই]

মঙ্গলবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই বুধবার সকালে গ্রান্ট রোড স্টেশনের কাছে ব্রিজে ফাটলের কথা জানায় মুম্বই পুলিশ৷ ব্রিজ ভেঙে পরে বড় কোনও দুর্ঘটনা যাতে না হয় তাই গাড়ির যাত্রাপথও বদল করা হয়েছে৷

The post মুম্বইতে ফের ব্রিজ ভাঙার আশঙ্কা, দুর্ঘটনা এড়াতে গাড়ির যাত্রাপথ বদল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার