সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও এক সাংবাদিকের মৃত্যু। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট বিশ্বের কাছে পৌঁছে দিতে গিয়ে মঙ্গলবার প্রাণ হারালেন ফক্স নিউজের চিত্র সাংবাদিক। ইতিপূর্বে নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিকের মৃত্যু হয়েছিল ইউক্রেনে।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, এদিন কিয়েভের বাইরে কর্মরত ছিলেন ওই চিত্র সাংবাদিক পিয়েরে জাকার জেনওয়াস্কি। সঙ্গী ছিলেন সাংবাদিক বেঞ্জামিন হল। সূত্রের খবর, এদিন সকাল থেকেই কিয়েভে রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। সেই সময় গোলা আছড়ে পড়ে তাঁদের গাড়িতে। সেখানেই প্রাণ যায় ওই সাংবাদিকের। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হল। বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন ফক্স নিউজ মিডিয়ার সিইও সুজানে স্কট।
[আরও পড়ুন ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেপ্তার তৃণমূল প্রার্থী ভাইপো]
প্রসঙ্গত, গত ১৩ তারিখ ইউক্রেনে নিহত হন ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর সাংবাদিক। ইউক্রেনের সংবাদ সংস্থা ‘Interfax-Ukraine’-এ প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে মার্কিন সাংবাদিকের মৃত্যুর খবর প্রকাশিত হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কিয়েভের ইরপিনে রুশ ফৌজের হামলায় মৃত্যু হয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ কর্মরত মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনডের।
গত ২০ দিন ধরে ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। প্রাণ গিয়েছে বহু নিরীহ নাগরিকের। এর মধ্যে ৯৭ জন শিশুও রয়েছে বলে কানাডার সংসদে জানিয়েছে ইউক্রেনেক প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা ২০ দিন যুদ্ধ চালিয়েও ইউক্রেন (Ukraine) দখল করতে পারেনি রাশিয়া। কিয়েভ-সহ একাধিক শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে রুশ বাহিনী। সেই খতিয়ান তুলে ধরেছে ইউক্রেন-ই। আবার তাদের প্রত্যাঘাতে ধরাশায়ী হয়েছে রুশ সেনাও।