shono
Advertisement

আতঙ্কের নাম কোটা! আত্মহত্যা-ধর্ষণের পর ৭ দিনে বেপাত্তা দুই পড়ুয়া

দিন সাতেক আগে একইভাবে নিখোঁজ হয় আরেক পড়ুয়া।
Posted: 11:18 AM Feb 18, 2024Updated: 11:20 AM Feb 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়াচ্ছে রাজস্থানের কোটা! একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশের ‘কোচিং হাব’ কোটায়। অভিযোগ উঠেছে ধর্ষণেরও। এবার সেখান থেকেই একের পর এক পড়ুয়ার আচমকাই নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোটা থেকে গত সাতদিনে হঠাৎ উধাও হয়েছেন দুই নিট পরীক্ষার্থী। এখনও তাঁদের কোনও খোঁজ মেলেনি।

Advertisement

কোটায় থেকে নিটের (ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা) প্রস্তুতি নিচ্ছিলেন ১৮ বছরের যুবরাজ। শনিবার সকাল ৭টা নাগাদ ট্রান্সপোর্ট নগরের হস্টেল থেকে বেরিয়েছিলেন যুবরাজ। গন্তব্য ছিল কোচিং। তার পর থেকে তাঁর আর হদিশ মেলেনি। মোবাইলটি হস্টেলে নিজের ঘরেই ফেলে গিয়েছেন। ফলে তাঁর লাস্ট লোকেশনের খুঁজে পাওয়াও সম্ভব হচ্ছে।

[আরও পড়ুন: ভুল চিকিৎসা নয়, বিরল রোগ প্রাণ কেড়েছে ‘দঙ্গল’ খ্যাত সুহানির! কী জানাল পরিবার?]

এই ঘটনার দিন কয়েক আগে গত সোমবার কোটা থেকে আরও এক ছাত্র গায়েব হয়ে যায়। ১৬ বছর বয়সি রচিত সন্ধ্যা কোটায় জয়েন্ট এন্ট্রান্সর প্রস্তুতি নিচ্ছিল। শেষ সিসিটিভি ফুটেজ বলছে, রচিত একটি জঙ্গল এলাকায় ঢুকেছিল। কিন্তু তাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। রুটিন মাফিক কোচিং সেন্টারের পরীক্ষা দিতে হস্টেল থেকে বেরিয়েছিল সে। এর পর একটি মন্দিরে যায়। সেখান থেকেই রচিতের ব্যাগ, মোবাইল, হস্টেলের ঘরের চাবি উদ্ধার হয়। কিন্তু তার আর হদিশ মেলেনি। একের পর এক ছাত্রের হারিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

[আরও পড়ুন: ১৮-২৪ ফেব্রুয়ারির Horoscope: কোন রাশির ধনস্থান শুভ? কারা থাকবেন সাবধান? জেনে নিন রাশিফল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement