shono
Advertisement

ফাইনালে মাঠে ঢুকে পড়ল তিন দর্শক, জানেন তাদের পরিচয়?

দেখুন ঘটনার এক্সক্লুসিভ ভিডিও। The post ফাইনালে মাঠে ঢুকে পড়ল তিন দর্শক, জানেন তাদের পরিচয়? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:54 AM Jul 16, 2018Updated: 12:24 PM Jul 16, 2018

সৃঞ্জয় বোস, মস্কো: রাশিয়ায় বিশ্বকাপের আয়োজন নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। সন্ত্রাসবাদীদের হুমকি, কূটনৈতিক টানাপোড়েন এসবের মধ্যে সফলভাবে এত বড় টুর্নামেন্টের আয়োজন করা এবং নিরাপত্তা প্রদান করা সবটাই ছিল কড়া চ্যালেঞ্জ। কিন্তু, আয়োজকদের তৎপরতায় বড় কোনও অঘটন ঘটেনি ফাইনালের আগে পর্যন্ত। কিন্তু ফাইনালের দিন এড়ানো গেল না অঘটন। বলা ভাল, ঝুলি থেকে বেরিয়ে এল। দ্বিতীয়ার্ধে ম্যাচ তখন মধ্যগগনে হঠাৎই দেখা গেল ফ্রান্সের গোলপোস্টের দিক থেকে মাঠে ঢুকে পড়লেন জনা তিনেক। তাদের প্রত্যেকের পরনে পুলিশের পোশাক। পুলিশের চোখকে ফাকি দেওয়ার জন্য তাদেরই মতো হ্যাট পরে মাঠে ঢুকে পড়েছেন অনুপ্রবেশকারীরা। মাঠের মধ্যে প্রায় ৫০ মিটার পর্যন্ত ঢুকে পড়েছিলেন তিনজনই। আর একজনও চেষ্টা করেছিলেন মাঠে ঢোকার। তবে, তাঁকে সাইডলাইনেই আটকে দেন পুলিশকর্মীরা। বাধ্য হয়ে সাময়িকভাবে খেলা বন্ধ রাখতে হয় রেফারিকে। প্রায় ২৫ সেকেন্ড পরে পুলিশকর্মীদের তৎপরতায় মাঠ থেকে বের করা সম্ভব হয় তিনজনকে। পরে চারজনকেই গ্রেপ্তার করা হয়। বিশ্বকাপের ফাইনালে এভাবে অনুপ্রবেশকারীদের মাঠে প্রবেশ শুধু নজিরবিহীনই নয়, লজ্জাজনকও বটে।

Advertisement

[বিশ্বকাপের সফল আয়োজন, বিদেশি সমর্থকদের পুরস্কার দিলেন পুতিন]

আসলে এরা সবাই রুশ প্রেসিডেন্ট পুতিনের তীব্র বিরোধী। পুতিন বিরোধী রক ব্যান্ড ‘পুসি রায়ট’ এর সদস্য। এই সংগঠনটি উগ্র নারীবাদী এবং সমকামিতার সমর্থক হিসেবে পরিচিত। নিজেদের আন্দোলনকে বিশ্বের মঞ্চে তুলে ধরার জন্য বেছে নিয়েছেন বিশ্বকাপকেই। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, কিম্বা গ্রেটেস্ট ম্যাচ ইন দ্য ওয়ার্ল্ড, যাই বলা হোক না কেন, গোটা বিশ্বের নজর কাড়তে এর চেয়ে ভাল মঞ্চ মনে হয় আর কিছু হয় না। রাশিয়ার অদম্য, অপ্রতিরোধ্য শাসক ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হিসেবে তাই বিশ্বকাপের ফাইনালকেই বেছে নিল পুতিন-বিরোধী রক ব্যান্ড। সংগঠনটির দাবি বিশ্বকাপের আয়োজনে রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট। রাশিয়ার মেয়েদের লিঙ্গ বৈষম্যের শিকার হতে হচ্ছে। সংগঠনটি এর আগেও একাধিকবার পুতিন বিরোধী আন্দোলন করেছে এই ব্যান্ডটি। ২০১৩ সালে মস্কোতে সমকামিতার সমর্থনে একটি বিরাট বড় কনসার্টের আয়োজন করে প্রথম শিরোনামে আসে পুসি রায়ট। এরপর ব্যান্ডের একাধিক সদস্য একাধিকবার জেল খেটেছেন, তবে এর পরও আগামিদিনে তাদের আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়েছে রক-ব্যান্ডটির ফেসবুক পেজে।

[বিশ্বজয়ের দিনেও মুসলিম বিদ্বেষের ছবি ফ্রান্সে, দেশজুড়ে বিচ্ছিন্ন গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা]

The post ফাইনালে মাঠে ঢুকে পড়ল তিন দর্শক, জানেন তাদের পরিচয়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement