shono
Advertisement

কেন্দ্রীয় নিরাপত্তাহারা অনুপম! রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের জের?

কী বললেন অনুপম?
Posted: 11:17 AM Dec 15, 2023Updated: 11:17 AM Dec 15, 2023

সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ‌্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের ‘ফল’ হাতেনাতে পেলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তারক্ষীদের নিয়ে কটাক্ষ করার কিছুদিনের মধ্যেই অনুপমের ওয়াই ক‌্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা প্রত‌্যাহার করে নিল অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও নিজেই নিরাপত্তা ছাড়তে চেয়েছিলেন বলে দাবি অনুপমের।

Advertisement

রাজনৈতিক মহলের দাবি, একদিকে এই সিদ্ধান্তের মধ‌্য দিয়ে রাজ্যের বিদ্রোহীদের যেমন কেন্দ্রীয় নেতৃত্ব কড়া বার্তা দিলেন অন‌্যদিকে সংগঠনের রাশ দিল্লির হাতেই সেটা আবারও বুঝিয়ে দিলেন শাহ। এরই মধ্যে দলের মধ্যে জল্পনা, শৃঙ্খলাভঙ্গ করায় আগামিদিনে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকেও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে অনুপম হাজরাকে। যদিও কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, ‘‘সিকিউরিটি তুলে নেওয়া হল, নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, কীসের জন‌্য অনুরোধ করেছিলাম, সময় বলবে। চোরমুক্ত বিজেপি চাই।’’ দলের রাজ‌্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

[আরও পড়ুন: গ্রামের NGO-র সঙ্গে যুক্ত ছিলেন সংসদ হানার মূলচক্রী ললিত! অজানা আশঙ্কায় কাঁপছে তুনতুড়ি]

গত মাসেই সুকান্তকে উদ্দেশ‌্য করে অনুপমের বিস্ফোরক মন্তব‌্য ছিল, ‘‘রাজ‌্য সভাপতি(সুকান্ত)-কে আমার পরামর্শ, আপনি নিজের লোকসভা কেন্দ্রে একটু মন দিন। পরের বছর জিততে পারবেন কি না সেটা দেখুন। কারণ, আপনি নিজের ওয়ার্ডে কুড়িটা লোক নিয়ে যান। তার মধ্যে ১৬ জন নিরাপত্তারক্ষী।’’ পালটা সুকান্ত তখন বলেছিলেন, ‘‘কেন্দ্র সব জানে। আগামী কিছুদিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন।’’ গেরুয়া শিবিরের একাংশ মনে করছে, খোদ রাজ‌্য সভাপতিকে প্রকাশ্যে আক্রমণ করে দলকে অস্বস্তিতে ফেলার শাস্তিই পেতে হল কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে! প্রশ্ন, তাহলে কি সুকান্তর বলা ‘ফল’ পেলেন অনুপম?

[আরও পড়ুন: নিজের বাড়িতে সিঁধ কেটেছিলেন ‘ডাকাত’ বউ! আগরপাড়া ডাকাতিতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement