shono
Advertisement

Breaking News

FTII-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের

কেন এমন সিদ্ধান্ত? The post FTII-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:20 PM Oct 31, 2018Updated: 04:21 PM Oct 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এফটিআইআই) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের৷ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুণ সময় দিতে পাচ্ছিলেন না, এই যুক্তিতে পদ থেকে ইস্তফা দিলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা৷ ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইস্তফাপত্র পৌঁছে দিয়েছেন তিনি৷ এফটিআইআই-এর চেয়ারম্যানের মতো সম্মানীয় পদে তাঁকে আসীন হওয়ার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন টুইটবার্তায়৷ তবে এফটিআইআই-এর পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে৷

Advertisement

[সরকারের আচরণে ক্ষোভ, পদত্যাগ করতে পারেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল]

মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৫-র জুনে এফটিআইআই-এর চেয়ারম্যান পদে আসেন গজেন্দ্র চৌহান। চেয়ারম্যান হওয়া ইস্তক পড়ুয়াদের রোষের মুখে পড়েছিলেন তিনি। প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিজেপি ঘনিষ্ঠ গজেন্দ্র চৌহানের নিয়োগ কোনওভাবেই মেনে নিতে পারেননি তাঁরা। তাঁদের অভিযোগ ছিল, এই পদের যোগ্য নন গজেন্দ্র। দীর্ঘ ১৪০ দিন ধরে গজেন্দ্রর ইস্তফার দাবিতে প্রতিবাদ চালান ছাত্রছাত্রীরা। ভারতের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিক্ষাকেন্দ্রের পঠনপাঠন স্তব্ধ হয়ে গিয়েছিল। একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছিল পুণের ইনস্টিটিউটে। চলতি বছর মার্চে বিক্ষোভ শেষ হয়। এদিকে অভিনেতা হিসাবেও গজেন্দ্র চৌহানকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা। ফলে শীর্ষপদে থাকলেও সংস্থা পরিচালনায় কার্যকরী ভূমিকা কখনওই পাননি গজেন্দ্র।

[মৃত্যুর মুখে মা’কে স্মরণ করেছিলেন দান্তেওয়াড়ায় নিহত চিত্রসাংবাদিক]

গজেন্দ্র চৌহনের পর এফটিআইআই-এর চেয়ারম্যানের পদে বসেন অনুপম খের৷ দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছিলেন, শিক্ষক হিসাবে তিনি যেমন ছাত্রদের থেকে শেখাবেন, তেমনই তিনিও ছাত্রদের থেকে শিখবেন৷ সেখানকার পড়ুয়াদের সঠিক দিশা দেখাবেন৷ কিন্তু ছ’মাসের মধ্যেই দায়িত্বভার ছেড়ে দিলেন অনুপম খের৷ বর্তমানে আমেরিকার অ্যামস্টারডামে নাটকের কাজে ব্যস্ত রয়েছেন অনুপম খের৷ ইতিমধ্যে ৫০১টি সিনেমায় অভিনয় করে ফেলেছেন এই অভিনেতা৷ কয়েকদিন আগেই তাঁর শেষ সিনেমা ‘হোটেল মুম্বই’ প্রদর্শিত হয়েছে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে৷

The post FTII-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement