shono
Advertisement

Breaking News

‘ছোটপর্দার নায়ক’ সুশান্তের সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না পরিণীতি! বিস্ফোরক অনুরাগ কশ্যপ

কোন সিনেমায় ঘটেছিলেন এই ঘটনা?
Posted: 06:51 PM Jun 23, 2023Updated: 06:55 PM Jun 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধার্থ মালহোত্রা না, ‘হাসি তো ফাসি’ সিনেমায় অভিনয় করার কথা ছিল প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)। কিন্তু নায়িকা পরিণীতি চোপড়া নাকি সে সময় ছোটপর্দার অভিনেতার সঙ্গে কাজ করতে চাননি। এক সাক্ষাৎকারে এমনটাই জানান অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)।

Advertisement

‘হাসি তো ফাসি’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন অনুরাগ। ছবির চিত্রনাট্যেও তাঁর অবদান ছিল। ফায়ে ডি’স্যুজার সঙ্গে সুশান্তকে নিয়ে কথা বলতে গিয়ে জানান, সুশান্তের ‘হাসি তো ফাসি’ সিনেমার নায়ক হওয়ার কথা ছিল। পরে নায়িকা হিসেবে পরিণীতি চোপড়াকে বাছা হয়। কিন্তু পরিণীতি নাকি সে সময় বলেছিলেন, “আমি কোনও টেলিভিশন অভিনেতার সঙ্গে কাজ করব না।”

[আরও পড়ুন: ‘ভারতীয়রা ফর্সা নন?’, খুশি-সুহানার ‘আর্চিস’ বর্ণবিদ্বেষের শিকার হতেই কষিয়ে জবাব জোয়ার]

অনুরাগ জানান, সেই সময় তিনি পরিণীতি চোপড়াকে বুঝিয়ে ছিলেন। সুশান্ত শুধুমাত্র ‘টেলিভিশন অভিনেতা’ থাকবেন না। ‘কায় পো চে’র পর তাঁর ভাগ্য পালটে যাবে। ‘পিকে’র মতো সিনেমাও সুশান্তের হাতে রয়েছে। পরিণীতি সেই সময় যশ চোপড়ার ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ করছিলেন। অনুরাগের অনুমান, পরিণীতি হয়তো সুশান্তের কথা সেখানে বলেছিলেন। তারপরই সুশান্ত আর ‘হাসি তো ফাসি’ নিয়ে মাথা ঘামাননি। পরে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এর নায়ক হয়ে যান।

এর আগে সুশান্তের মৃত্যুর তিন সপ্তাহ আগে তাঁর ম্যানেজারের সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুরাগ। যেখানে অভিনেতার ম্যানেজার অনুরাগকে আরজি জানিয়েছেন যে নতুন কোনও কাজ এলে তিনি যেন সুশান্তের কথা মাথায় রাখেন। যার প্রেক্ষিতে অনুরাগ লেখেন, “সুশান্ত ভীষণ সমস্যা করেন।” সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ‘হাসি তো ফাসি’র কথা জানান পরিচালক।

[আরও পড়ুন: ‘টাইটানিক’-এর মতোই পরিণতি ‘টাইটান’-এর, আগেই টের পেয়েছিলেন জেমস ক্যামেরন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার