সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দেশের ধর্মীয় অসহিষ্ণুতা এবং গণপিটুনি-সহ একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। সেই তালিকায় ছিলেন অনুরাগ কাশ্যপও। এবার এই খ্যাতনামা পরিচালক বিল পাশ নিয়েও মোদি সরকারকে বিঁধলেন। সরকারকে কটাক্ষ করেই তিনি একাধিক টুইট করেছেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে সেই টুইটে তিনি তৃণমূলকেও উল্লেখ করেছেন। একইসঙ্গে ঠুকেছেন মোদিপন্থী পরিচালক মধুর ভাণ্ডারকরকেও।
[আরও পড়ুন: অস্থিরতা নিয়ে মোদিকে চিঠি, কৌশিক সেনের পর খুনের হুমকি পেলেন অনুরাগ কাশ্যপ ]
তৃণমূলের গুণ্ডাবাহিনী কিংবা সংখ্যালঘুদের সাহস হবে এমন আচরণ করার?
বিল পাশ নিয়ে মোদি সরকারের সমালোচনামূলক অনুরাগের সেই টুইটগুলিই নেটদুনিয়ায় এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় অনুরাগ। যার জন্য বেশ কয়েকবার গেরুয়া সরকারের সমালোচনা করে তাঁকে ট্রোলডও হতে হয়েছে। এমনকী প্রাণনাশের হুমকি, তাঁর মেয়েদের ধর্ষণের হুমকিও পেয়েছেন অনুরাগ। কিন্তু তা সত্ত্বেও দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বরাবরই স্পষ্ট কথা বলেছেন অনুরাগ। এবারও তাঁর অন্যথা হয়নি। ‘জয় শ্রীরাম’ এবং গণপিটুনি নিয়ে কথা বলে বিজেপি সমর্থকের কাছে প্রাণনাশের হুমকি খেয়েছেন।
যেই বিলগুলি সরকারের পক্ষে বিপজ্জনক হতে পারে, তা আর পাশ করানো হচ্ছে না।
সম্প্রতি অনুরাগ তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আরটিআই সংশোধনী বিল পাশ হয়েছে। সন্ত্রাসবাদী হিসেবে অভিযুক্ত করে অন্তত ৬ মাসের জন্য জেলে ঢোকানোর বিলও পাশ হয়েছে। তাই গণপিটুনির বিরুদ্ধেও একটি বিল পাশ হয়ে গেলে তৃণমূলের গুণ্ডাবাহিনী কিংবা সংখ্যালঘুদের সাহস হবে কী যে তাঁরা এমন আচরণ করবে? ভেবে দেখুন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এই কথাগুলিরই উল্লেখ করেছিলাম আমার।”
তবে এই পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি, যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কথা বলা হয়েছে। আর তাঁর প্রেক্ষিতেই এমনটা লিখেছেন অনুরাগ। তারপরেই আরেকটি টুইটে তিনি লেখেন, “সংসদে সেই সব বিলই পাশ করানো হচ্ছে, যেগুলি সরকারের পক্ষে ভাল। আর যে বিলগুলি সরকারের পক্ষে বিপজ্জনক হতে পারে, তা আর পাশ করানো হচ্ছে না। কিন্তু জনহিতার্থেও তো কিছু বিল নিয়ে আসা প্রয়োজন৷”
[আরও পড়ুন: ‘হরে কৃষ্ণ হরে রাম… কি আর গাইতে পারব?’ সংশয়ে আশা ভোঁসলে]
এরপরই শুক্রবার একটি টুইটে তিনি মোদিপন্থী মধুর ভাণ্ডারকর এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর সমালোচনা করে লেখেন, “উত্তরপ্রদেশে গিয়ে শুটিং করি ঠিকই। কিন্তু সিনেমায় ভরতুকি দেওয়া তো আর যোগীজি শুরু করেননি। উনি ওই রাজ্যের মালিক নন, মুখ্যমন্ত্রী। আমি মোদিভক্ত না হতেই পারি। কিন্তু আমি ১০০ শতাংশ দেশভক্ত। আমি ভারতে ছবি বানাই এবং ভবিষ্যতেও তা করব।”
The post ‘সরকারের সুবিধামতো বিল পাশ হচ্ছে’, আরটিআই নিয়ে মোদিকে কটাক্ষ অনুরাগের appeared first on Sangbad Pratidin.