নন্দিতা রায়, নয়াদিল্লি: ফের তৃণমূলের মুকুটে নতুন পালক। সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। বুধবার নয়াদিল্লির নতুন মহারাষ্ট্র সদনে অনুষ্ঠিত লোকমত সংসদীয় পুরস্কার ২০২৫-এ বিভিন্ন দলের সংসদ সদস্যদের সম্মানিত করা হয়েছিল। সেখানেই, সাংসদ দোলা সেনের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই এই পুরস্কার তুলে দেন সাংসদ দোলা সেনের হাতে।
প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ থেকে একজন করে সদস্যকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। তৃণমূলের রাজ্যসভার সদস্য দোলা সেনকে শ্রম, মহিলা এবং সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত বিষয়গুলি উত্থাপনের জন্য বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দেওয়া হয়েছে। তাঁরা সাংসদ জীবনে শ্রমিকদের অধিকার, মহিলা উন্নয়ন, সামাজিক ন্যায়ের মত বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্যের উপর ভিত্তি করে সংসদে নিজের অবস্থান নিয়েছেন দোলা সেন। সেই কারণেই তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, পুরস্কার পেয়ে তিনি খুশি। পাশপাশি দেশের মানুষ এবং রাজ্যের মানুষেরকে এই পুরস্কারের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিজেপি-র লোকসভার সাংসদ সঙ্গীতা কুমারী সিং দেও-এর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন দোলা। মহিলা, সামাজিক ন্যায় এবং উন্নয়ন সম্পর্কিত বিতর্কে অংশগ্রহণের জন্য একটি প্রশংসাপত্রও পেয়েছেন তিনি।
শিক্ষা এবং যুব সম্পর্কিত বিষয়গুলিতে আলোচনায় অংশগ্রহণের জন্য সপার সাংসদ ইকরা চৌধুরীকে বর্ষসেরা সেরা নবাগত মহিলা সাংসদ হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি রাজ্যসভার মনোনীত সাংসদ সুধা মূর্তি এই সম্মান পেয়েছেন। শিক্ষা, সংস্কৃতি এবং সমাজকল্যাণ সম্পর্কিত বিষয়গুলি সংসদের অন্দরে উত্থাপনের জন্য মূর্তিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
আটটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, জীবনকৃতি সম্মান (লোকসভা), সেরা সাংসদ (লোকসভা), সেরা মহিলা সাংসদ (লোকসভা), সেরা নবাগত সাংসদ (লোকসভা), জীবনকৃতি সম্মান (রাজ্যসভা), সেরা সাংসদ (রাজ্যসভা), সেরা মহিলা সাংসদ (রাজ্যসভা), সেরা নবাগত সাংসদ (রাজ্যসভা)। বিচারকদের প্যানেলের চেয়ারম্যান ছিলেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। বিচারকদের মধ্যে ছিলেন, তৃণমূল সাংসদ সৌগত রায়, ভরত্রুহরি মোহতাব, সপা সাংসদ জয়া বচ্চন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, কংগ্রেস নেতা অভিশেক মনু সিংভি, ডিএমকে সাংসদ কানিমোঝি, বিজেডি সাংসদ সস্মিত পাত্র, সাংবাদিক বরখা দত্ত এবং হরিশ গুপ্তা।
