shono
Advertisement

Breaking News

শুটিং ফেলে ‘বিরাট’ প্রেমে মজে অনুষ্কা!

কিন্তু এমন তথ্য ফাঁস হল কী করে? The post শুটিং ফেলে ‘বিরাট’ প্রেমে মজে অনুষ্কা! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:14 PM Sep 02, 2016Updated: 05:44 PM Sep 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না, আর নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করছেন না বিরাট কোহলি৷ অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রেমের দ্বিতীয় ইনিংসটা চুটিয়েই উপভোগ করতে চান ভারতের এই ক্রিকেট তারকা৷ সম্প্রতি প্রেমিকার সঙ্গে দেখা করতে রীতিমতো প্রাগ সফরে চলে গেলেন বিরাট৷ বর্তমানে অনুষ্কা তাঁর নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রাগে৷ আর তাই প্রেমিকাকে সারপ্রাইজ দিতে রীতিমতো শুটিং ফ্লোরে হাজির বিরাট৷

Advertisement

কিন্তু এমন তথ্য ফাঁস হল কী করে?

বিরাটের এক ভক্ত সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের প্রিয় তারকার সঙ্গে একটি ছবি আপলোড করেছেন৷ ইনস্টাগ্রামের সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন, “নতুন মাস্টার ব্লাস্টারের সঙ্গে, ধন্যবাদ অনুষ্কা শর্মা এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দী করার জন্য৷”

জানা গিয়েছে বিরাটের ভক্ত নাকি অনুস্কার সঙ্গেও ছবি তুলতে চেয়েছিলেন৷ কিন্তু অনুষ্কা সেই প্রস্তাবে রাজি হননি৷

প্রসঙ্গত, অনুষ্কা শর্মা এবং শাহরুখ খান বর্তমানে চেক রিপাবলিকে ইমতিয়াজ আলির নতুন ছবির শুটিং করছেন৷ আর সেখানেই বিরাটের উপস্থিতি যেন অনুষ্কার কাজের ফাঁকে প্রেম করার ইচ্ছাকে উসকে দিল বেশ খানিকটা৷

The post শুটিং ফেলে ‘বিরাট’ প্রেমে মজে অনুষ্কা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement