সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পর মাঠে ফিরে দলকে পৌঁছে দিয়েছেন প্লে-অফে। নেতৃত্বের পাশাপাশি নিজেও রয়েছেন ভাল ফর্মে। বাইশ গজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও খুশির আমেজ। মাস দুয়েক পরই প্রথমবার বাবা হবেন। এমন সময় বেশ জমে উঠল জন্মদিনের পার্টি। সতীর্থ ও বেটারহাফকে সঙ্গে নিয়েই ৩২ তম জন্মদিনের কেকটি কাটলেন বিরাট কোহলি। আরসিবি (RCB) অধিনায়কের সেই বার্থডে সেলিব্রেশনের নানা ভিডিওই এখন নেটিজেনদের চর্চায়।
করোনা কালে এবারের আইপিএল আমিরশাহীতে হওয়ায় অনেক ক্রিকেটারের পরিবারই উঠে গিয়েছে দুবাই। ব্যতিক্রমী নন অনুষ্কা শর্মাও। আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। চুটিয়ে উপভোগ করছেন কোহলি ও আরসিবির ম্যাচ। মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা মেলে তাঁর। এবার গর্ভবতী স্ত্রীকে কেক খাইয়েই জন্মদিনের পার্টিতে মাতলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কেটে প্রথমেই তা অনুষ্কাকে খাওয়ান বিরাট। তারপরই বার্থডে বয়কে কেক খাওয়ান অনুষ্কা। এরপর অনুষ্কার গালে চুমু খেয়ে তাঁকে জড়িয়ে ধরেন কোহলি। তবে শুধু তো কেক কাটা বা খাওয়ানো নয়, আসল সেলিব্রেশন তো কেক মাখানোয়। সতীর্থরা যাতে এতটুকু কার্পণ্য করেননি।
[আরও পড়ুন: দলের এত ব্যর্থতার পরও কেন সুযোগ পায় না বঙ্গসন্তানরা? কেকেআরকে প্রশ্ন মনোজ-দিন্দাদের]
বুধবার মধ্যরাত থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন বিরাট কোহলি (Virat Kohli)। রণবীর সিং থেকে সুনীল গাভাসকর, আইসিসি থেকে বিসিসিআই- প্রত্যেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। এককালের চিকু থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়ে ওঠার সফরকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে আসন্ন আইপিএল ম্যাচের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলে ফাইনালে পৌঁছনোর আশা টিকে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এবার চ্যাম্পিয়ন হয়ে আইপিএল ট্রফির শূন্যতা পূরণ করতে মরিয়া ক্যাপ্টেন কোহলি।