shono
Advertisement
Mohammed Shami

'শামি ২০০ শতাংশ ফিট হলে তবেই ভাবব', বিতর্ক এড়াতে এনসিএ-র কোর্টে বল ঠেললেন রোহিত

শামির গোড়ালির চোটের প্রসঙ্গ ফের তুলে আনলেন রোহিত শর্মা।
Published By: Arpan DasPosted: 02:20 PM Dec 18, 2024Updated: 03:56 PM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট থেকে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল করেছেন। কিন্তু মহম্মদ শামির অস্ট্রেলিয়া যাওয়া অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন তিনি।

Advertisement

চোট কাটিয়ে ফিরে এসে রনজিতে বল করেছেন। তার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিকভাবে উইকেট তুলছেন শামি। তিনি টেস্টের দীর্ঘ স্পেলের ধকল সামলাতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্নের সদুত্তর মেলেনি। সেই সঙ্গে উঠে আসছে আরেকটি প্রসঙ্গও। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবং অস্ট্রেলিয়ায় শামির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রোহিত। তাঁর এই মন্তব্যে বেশ বিরক্তই হয়েছিলেন শামি।

গাব্বা টেস্ট শেষেও তাঁকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। এবার তিনি দায় ঠেললেন এনসিএ-র ঘাড়ে। তাঁর বক্তব্য, "আমার মতে এবার এনসিএ-র কারওর উচিত শামিকে নিয়ে সামনে এসে কথা বলা। শামি তো জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছে। ওদেরই উচিত সামনে এসে আমাদের তথ্য দেওয়া। আমি বুঝতে পারছি যে, শামি ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলছে। কিন্তু ওর গোড়ালির চোট নিয়েও অনেক অভিযোগ আছে। আমরা চাই না কেউ এখানে আসার পর চোটের জন্য মাঝপথে ছিটকে যাক।"

এই প্রথম নয়, এর আগেও শামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিত। এমনকী অ্যাডিলেস্ট টেস্টের পর তিনি বলেছিলেন, শামির গোড়ালি ফুলেছে। এবারও ফের সেই চোট নিয়ে 'অভিযোগ'-এর কথা ফিরিয়ে আনলেন তিনি। তার সঙ্গে বললেন, "আমরা শামিকে নিয়ে ১০০ শতাংশ নয়, ২০০ শতাংশ নিশ্চিত হতে চাই। যতক্ষণ না সেটা হচ্ছে, ততক্ষণ আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। আমি আগেও সাংবাদিক সম্মেলনে বলেছি, আবারও বলছি, শামির জন্য দরজা খোলা রয়েছে। যদি এনসিএ-র লোকেরা বলে যে, ও সম্পূর্ণ সুস্থ, এবার খেলতে পারে। তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।" তাহলে কি বর্ডার গাভাসকর ট্রফির শেষ দুটি টেস্টে দেখা যাবে শামিকে? রোহিত কিন্তু ধোঁয়াশা রেখে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোট থেকে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল করেছেন।
  • শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না।
  • আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন তিনি।
Advertisement