shono
Advertisement

Breaking News

হাড়হিম করা ‘পরি’র নয়া টিজার, অনুষ্কাকে দেখে আতঙ্কিত দর্শকরা

মনে সাহস থাকলে তবেই দেখুন ভিডিওটি। The post হাড়হিম করা ‘পরি’র নয়া টিজার, অনুষ্কাকে দেখে আতঙ্কিত দর্শকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Feb 02, 2018Updated: 08:29 PM Feb 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে পাক্কা ঘরনি। নিজের পেশাদার জীবন, ফ্যানদের প্রত্যাশার চাপ যেমন ঠান্ডা মাথায় সামলাচ্ছেন, তেমনই সুদূর দক্ষিণ আফ্রিকায় স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের তারিফ করতেও ভুলছেন না। হ্যাঁ, এভাবেই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুন্দর ভারসাম্য রেখে এগিয়ে চলেছেন অনুষ্কা শর্মা।

Advertisement

অনুষ্কার প্রযোজনার আপকামিং ছবি ‘পরি’ নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ বেড়েছে মোশন পোস্টার মুক্তির পর থেকেই। এ ‘পরি’ রূপকথার নয়, এ কাহিনি কঠিন বাস্তবের। ছবির প্রথম টিজারে অনুষ্কার মুখ থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছিল রক্ত। ‘পরি’র চোখও রক্তাভ। ক্ষোভে পরিপূর্ণ। ছবির নতুন টিজারে ভয় আরও বাড়ল। কার্টুনে চোখ রাখা নীরিহ অনুষ্কার যখন আচমকাই পায়ের আঙুলের নখগুলি বড় হতে থাকে, তখন গায়ে কাঁটা দেয়। ছবির টিজারগুলিই ছবি নিয়ে দর্শকদের কৌতূহল অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। মনে জাগছে প্রশ্ন, এ কেমন পরি? হাড় হিম করা এই ভূতুড়ে ছবি মার্চ মাসের ২ তারিখ দোল উৎসবের ঠিক আগে মুক্তি পাবে। তখনই মিলবে সব প্রশ্নের উত্তর।

[ক্রিকেটে দুর্নীতির প্রমাণ পেয়েও হাত গুটিয়ে আইসিসি, কিন্তু কেন?]

তবে রিল লাইফের পরি যতই ভয়ংকর হোন না কেন, রিয়েল লাইফের পরি অনুষ্কার তুলনা হয় না। অন্তত স্ত্রী হিসেবে তো নয়ই। কাজের খাতিরে দক্ষিণ আফ্রিকা থেকে আগেভাগে চলে আসতে হয়েছে ঠিকই, কিন্তু মানসিকভাবে যে স্বামী বিরাট কোহলির পাশেই রয়েছেন, তা প্রতি মুহূর্তে অনুভব করান অনুষ্কা। আর সেই কারণেই অভিনেত্রীর পাশাপাশি ভাল স্ত্রীও হয়ে উঠেছেন তিনি। তা কী এমন করলেন অনুষ্কা যার জন্য তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও? আসলে ডারবানে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছেন ক্যাপ্টেন কোহলি। তাঁর চওড়া ব্যাটিংয়ে ভর করেই ডারবানে প্রথমবার জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। কেরিয়ারের ৩৩তম সেঞ্চুরি হাঁকিয়ে দেশবাসীর পাশাপাশি মন জিতে নিয়েছেন বেটারহাফ অনুষ্কারও। আর তাই স্বামীকে সোশ্যাল মিডিয়াতেই অভিনন্দন জানিয়েছেন অনুষ্কা। ম্যাচের পরপরই ইনস্টাগ্রামের ইওর স্টোরিতে বিরাটের ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘কী অসাধারণ মানুষ! আমার ভালাবাসা।’ এতেই যে বিরাট ফের দুর্দান্ত পারফর্ম করার জন্য চাঙ্গা হয়ে উঠেছেন, তা আর আলাদা করে বলে দিতে হবে না।

[শাহরুখের নির্দেশেই আলিবাগ ফার্মহাউসে বেআইনি কাজ!]

The post হাড়হিম করা ‘পরি’র নয়া টিজার, অনুষ্কাকে দেখে আতঙ্কিত দর্শকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement