shono
Advertisement

প্রথম ঝলকেই ভিন্ন মেজাজে চমকে দিলেন ‘পরী’ অনুষ্কা

ক্লিক করে দেখুন অনুষ্কার নয়া অবতার। The post প্রথম ঝলকেই ভিন্ন মেজাজে চমকে দিলেন ‘পরী’ অনুষ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:51 PM Jun 13, 2017Updated: 11:21 AM Jun 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের এখনও দশ বছর পূর্ণ হয়নি। এর মধ্যেই প্রযোজকের ভূমিকায় নাম কামিয়ে ফেলেছেন অনুষ্কা শর্মা। শুধু দর্শকই নয় সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে তাঁর ‘এনএইচ টেন’। বছর দু’য়েক পরে মুক্তি পাওয়া ‘ফিল্লৌরি’ অবশ্য সে কামাল বক্স অফিসে দেখাতে পারেনি। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্রী নন অনুষ্কা। তাই ফের প্রযোজকের ভূমিকায় তিনি।

Advertisement

[জানেন, বলিউডে প্রথম ছবিতে কত পারিশ্রমিক চেয়েছেন প্রভাস?]

খবরটা আগে থেকেই থেকেই ছিল। নতুন ছবির নামও প্রকাশ্যে চলে এসেছিল। জানা গিয়েছিল, এবার ‘পরী’ রূপে সেভেন্টি এমএম স্ক্রিনে দেখা যাবে বিরাট-বান্ধবীকে। প্রকাশ্যে এল তারই ফার্স্টলুক।

 

‘ফিল্লৌরি’তে অন্যরকম প্রেমের কাহিনি তুলে ধরেছিলেন। কিন্তু দর্শকদের মনে ধরেনি সে ছবি। দিলজিৎ দোসাঞ্ঝ ও সূরয শর্মার অভিনয়ও তেমনভাবে নজর কাড়েনি। তাই নিজের নতুন ছবির দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন অনুষ্কা। ফার্স্টলুকেই মিলল তার প্রমাণ। পোস্টারে রয়েছে শুধু নায়িকারই ছবি। তবে একটু অন্য মেজাজে। নতুন ছবির জন্য নতুন লুক আপন করে নিয়েছেন অনুষ্কা। চোখে পড়েছেন লেন্স। ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত নীলের আমেজে তৈরি হয়েছে এক রহস্যময় পরিবেশ। গ্ল্যামারহীন অনুষ্কার চাহনিতেও যেন দানা বাঁধছে রহস্য।

[উপার্জনের অঙ্কে শাহরুখ, সলমনের সঙ্গে ‘ফোর্বস’ তালিকায় ঠাঁই অক্ষয়েরও]

অনুষ্কার নতুন এই ছবি নিয়ে বাঙালি দর্শকদের উৎসাহ একটু বেশিই রয়েছে। কারণ দুই, পরমব্রত চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। স্টুডিও পাড়ার এই দুই তারকাকেই দেখা যাবে বলিউডের এই ফিচার ফিল্মে। শোনা গিয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। সব ঠিক থাকলে খুব শিগগিরিই শুরু হয়ে যাবে শুটিংয়ের কাজ। তবে তার আগে অবশ্যই কিছু ওয়ার্কশপ করা হবে।

[ফ্ল্যাটের ভিতর উদ্ধার বলিউড অভিনেত্রীর পচাগলা দেহ]

The post প্রথম ঝলকেই ভিন্ন মেজাজে চমকে দিলেন ‘পরী’ অনুষ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement