দুলাল দে: আনোয়ার আলির দলবদল নিয়ে দীর্ঘ জল্পনা অবশেষে অবসানের পথে। তারকা ফুটবলার জানিয়ে দিয়েছিলেন, আর তিনি মোহনবাগানে খেলতে চান না। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিংয়ে পরিষ্কার করে দেওয়া হয়, আনোয়ার যখন মোহনবাগানে খেলতে ইচ্ছুক নন, তখন তিনি মোহনবাগানের তরফে ‘এনওসি’ পাবেন। সেসবের মধ্যেই রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছচ্ছেন আনোয়ার।
সোমবার ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যেতে পারেন আনোয়ার। তবে প্র্যাকটিসে গেলেও প্র্যাকটিসে নামবে না আপাতত। ক্লাব এবং কোচের সঙ্গে কথা বলে ঠিক করা হবে কবের থেকে দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করবেন আনোয়ার। ততদিন সংবাদ মাধ্যমের কাছে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে আনোয়ারকে। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি যেহেতু রায় দিয়েছে আনোয়ার আর মোহনবাগানের নয়, আর তা মেনে নিয়েছে মোহনবাগান, তাই ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জন্য আজ রাতে শহরে আসছে।
[আরও পড়ুন: লিঙ্গ বিতর্ক সরিয়ে বক্সিংয়ে সোনা, অনলাইন হেনস্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু ইমানে খেলিফের]
তবে তিনি যেহেতু ঠিকভাবে চুক্তি ছিন্ন করেননি, তাই আনোয়ারকে জরিমানা দিতে হবে মোহনবাগানের কাছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামী ২২ আগস্ট বৈঠক হবে বলে জানা গিয়েছে। তার আগে ২০ আগস্টের মধ্যে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি সমস্ত নথিপত্র জমা দেবে। তবে জরিমানার অঙ্ক জানা যাবে ২২ আগস্ট। তার আগে আনোয়ারকে রেজিষ্ট্রেশন করানো যায় কি না, খতিয়ে দেখছে ইস্টবেঙ্গল।