সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক হিংসার আগুনে উত্তপ্ত গোটা বাংলাদেশ। সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে ওপার বাংলার ভয়ংকর সব ছবি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের (Bangladesh) বীভৎস সব ছবি দেখে ঘুম উড়েছে দুই বাংলার মানুষেরই। ক্ষোভে ফেটে পড়েছে সব মহলের মানুষ। নিজের মতো করে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার তীব্র নিন্দাও করছেন সেলিব্রিটিরা। ঘটনার নিন্দা করে ফেসবুকে পোস্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, জয়া আহসান, দেবশংকর হালদার, ঋদ্ধি সেনের মতো অভিনেতারা। আর এবার টুইটারে বাংলাদেশে ঘটে চলা হিংসা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। টুইটে বাংলাদেশের অবস্থাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী।
অপর্ণা সেন টুইটারে লেখেন, ‘বাংলাদেশের কী হয়েছে? বাংলাদেশ কি পাকিস্তানে পরিণত হচ্ছে? এসব বন্ধ হওয়া দরকার! দয়া করে এসব থামান! পুরো বিশ্বটাই যেন হিংস্র স্থানে পরিণত হচ্ছে!’ টুইটে অপর্ণা আরও লেখেন, ‘আমি পুজোর সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায়ের তীব্র নিন্দা করছি! কোনও দেশেই এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না !’
[আরও পড়ুন: ‘সমাজের লক্ষ্মীদের কি আমরা সত্যিই লক্ষ্মী মনে করি’, কেন এমন লিখলেন শ্রীলেখা?]
প্রতিবাদের আরেক মুখ অপর্ণা সেন। বিশ্বের যে কোনও প্রান্তে সাধারণ মানুষের উপর আক্রমণ হলে বরাবরই মুখ খোলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় যেমন মন্তব্য পোস্ট করেন, তেমনি, প্রয়োজনে বিক্ষোভ মিছিলেও দেখা যায় তাঁকে। তবে গত সপ্তাহে বাংলাদেশের হিংসা নিয়ে অপর্ণা সেনের কোনওরকম প্রতিক্রিয়া না পাওয়ায় নেটিজেনরা অভিনেত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শেষমেশ, বুধবার টুইট করে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী।
তবে অপর্ণা সেনের এই টুইট নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি টুইট করে অপর্ণাকে লিখেছেন, ‘ঘুম ভাঙলো ম্যাডাম? আপনাদের বাড়ির কাছে কি এখনো মোমবাতি কিনতে পাওয়া যায়? প্যালেস্টাইন, গাজা সব নিয়ে মন্তব্য থাকে আপনাদের, শুধু হিন্দুদের কিছু হলে কেমন চুপ করে যান। কেন বলুন তো?’
[আরও পড়ুন: ‘নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না’, জুতো পরে গণেশ মূর্তির উপর বসায় ট্রোলড শ্রাবন্তী]