shono
Advertisement

Breaking News

বাংলো ছাড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের, রায় সুপ্রিম কোর্টের

প্রাক্তন মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক পদমর্যাদা বলে আমরণ সরকারি বাংলো দখল করে রেখেছেন অনেকেই৷ এবার সেদিন শেষ৷ The post বাংলো ছাড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের, রায় সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:35 PM Aug 02, 2016Updated: 11:58 AM Aug 02, 2016

দেবশ্রী সিনহা: প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে আর ভোগ করা যাবে না সরকারি বাংলো৷ সোমবার একটি মামলার রায়ে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সরকারের ক্ষমতা হারানোর পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক পদমর্যাদা বলে আমরণ সরকারি বাংলো দখল করে রেখেছেন অনেকেই৷ এবার সেদিন শেষ৷ সুপ্রিম কোর্টের এ দিনের রায়ের পর ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বরাদ্দ বাংলোর ভোগবিলাস ছাড়তে হবে ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রীদের৷
যদিও শীর্ষ আদালতের এই রায় দেওয়া হয়েছে আপাতত উত্তরপ্রদেশের জন্য৷ কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, একে হাতিয়ার করে অন্যান্য রাজ্যেও সরকারি বাংলো ভোগকারী বিরোধী দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বিপাকে ফেলতে পারে ক্ষমতাসীন দল৷ উত্তরপ্রদেশের এক অ-সরকারি সংস্থার দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি এ আর দাভে বলেন, “উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কোনও অধিকার নেই আজীবন সরকারি বাংলো নিজেদের দখলে রাখার৷ ২-৩ মাসের মধ্যে বাংলো ছাড়তে হবে৷’’ বিচারপতি ইউ ইউ ললিত ও নাগেশ্বরর রাও এই নির্দেশে সম্মতি দেন৷

Advertisement

The post বাংলো ছাড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের, রায় সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement