সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিন মানেই সান্টা ক্লজ-গিফট। উপহারের অপেক্ষায় থাকে বিশ্ববাসী। এবার আর্জেন্টিনার বাসিন্দাদের কাছে বড়দিনে আনন্দ দ্বিগুণ। কারণ, সান্টা রূপে তাঁদের কাছে ধরা দিয়েছেন মেসি। ৩৬ বছর পর তাঁর হাত ধরেই বিশ্বকাপ এসেছে দেশে। বড়দিন ও বিশ্বকাপ জয়কে একসঙ্গে উদযাপন করতে একটি মিষ্টি ভিডিও তৈরি করেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। কী রয়েছে সেই ভিডিওতে?
টুইটারে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আলোয় সাজানো সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে নেমে আসছে এক খুদে। তার চোখে মুখে বিস্ময়। কারণ, দরজার বাইরে আলোয় সাজানো ক্রিসমাস ট্রি। পাশে রাখা লাল ফিতেয় বাঁধা উপহারের বাক্স। কী রয়েছে বাক্সে? স্বাভাবিকভাবেই কৌতুহল নিয়ে বাক্স খুলতেই অবাক হয়ে যায় খুদে। সেই সঙ্গে তার চোখে ধরা পরে অদ্ভুত এক আনন্দ-তৃপ্তি। কারণ, বাক্সে ছিল, বিশ্বকাপের ট্রফি। এরপরই ট্রফিটি হাতে তুলে নেয় বাচ্চাটি। সেটিতে চুম্বন করে বলেন ‘ধন্যবাদ পাপা লিয়োনেল।’ সান্টা ক্লজ আজেন্টিনায় পরিচিত ‘পাপা নোয়েল’ নামে। ট্রফিটি দেশবাসীকে উপহার দিয়েছেন মেসি। ফলত, এই বড়দিনে তাঁকেই সান্টা রূপে তুলে ধরল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। বড়দিনে এমন মন ভাল করা ভিডিও শেয়ার করেছেন বহু মানুষ। টুইটারে ভিডিওটি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: ডোপিং বিধি ভাঙার শাস্তি, দু’বছরের নির্বাসনে বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার]
প্রসঙ্গত, দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে তো বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। তাই উচ্ছ্বাসও বাঁধভাঙা। কাতারে বিশ্বজয় করে বুয়েন্স আইরেসে ফেরেন মেসিরা। আর দেশের মাটিতে পা রাখতেই তাঁদের ঘিরে নতুন করে শুরু হয়ে যায় সেলিব্রেশন। মধ্যরাতেই ছিল উপচে পড়া সমর্থকদের ভিড়। হুড খোলা বাসে বিশ্বকাপ হাতে গোটা শহর ঘোরে টিম আর্জেন্টিনা। আর তাঁদের সংবর্ধনা জানাতে গলা ফাটান লাখো লাখো ফুটবলভক্ত।