রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বৃহস্পতিবার সকালেই দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে পৌঁছালেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ এবার কি সত্যিই তৃণমূলের অর্জুন অধ্যায়ে ইতি পড়তে চলেছে? এই একটা প্রশ্ন ঘিরেই এখন জল্পনা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে৷ সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন অর্জুন সিং৷ বারাকপুর কেন্দ্রে লোকসভার প্রার্থী হওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে মন কষাকষি চলছে অর্জুনের৷
[বিমানযাত্রীদের জন্য সুখবর, বোয়িং ম্যাক্স আতঙ্কের পরও বাড়ছে না ভাড়া ]
জানা গিয়েছে, বুধবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা৷ তাঁর সঙ্গে রয়েছেন বারাকপুর পুরসভার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর এবং বেশ কয়েকজন সদস্য-সমর্থক৷ বিজেপি সূত্রে খবর, কেবল অর্জুনই নয়, রাজ্যের আরও বেশ কয়েকজন প্রখ্যাত ব্যক্তিত্বও এদিন বিজেপিতে যোগ দিতে পারেন। জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে একপ্রকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন অর্জুন সিং৷ ওইদিন রাতেই অনুগামীদের সঙ্গে বৈঠক করেন অর্জুন। বারাকপুরে তৃণমূলের সংগঠন তৈরিতে তাঁর যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে, অনুগামীদের কাছে তা তুলে ধরেন অর্জুন সিং৷ দলের জন্য এক করেও, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী না করায়, কর্মীদের সামনেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।
[দিল্লিতে পাকড়াও ভিন্দ্রানওয়ালের অনুগামী কুখ্যাত খলিস্তানি জঙ্গি]
উল্লেখ্য, বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে চরমে ওঠে দীনেশ-অর্জুন কোন্দল৷ জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের সেই ইচ্ছা প্রকাশও করেছিলেন তিনি৷ কিন্তু দল তাঁকে প্রার্থী করতে রাজি হয়নি৷ তৃণমূল নেতৃত্ব ওই কেন্দ্র থেকে ফের প্রার্থী করেছে বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীকেই৷ আর দলের এই সিদ্ধান্তেই নাকি বেজায় চটে যান অর্জুন সিং৷ আগে থেকেই তাঁর কাছে বিজেপির অফার ছিল, এবার সেই অফার গ্রহণ করেন তিনি৷ এবং সম্ভবত বৃহস্পতিবার দুপুরেই বিজেপিতে নাম লেখাতে চলেছেন তিনি৷
The post দিল্লিতে মুকুলের বাড়িতে অর্জুন, আজই বিজেপিতে যোগদান! appeared first on Sangbad Pratidin.