shono
Advertisement

Breaking News

ফের বড় পর্দায় আসছে ‘ইশকিয়া’

“দিল তো বাচ্চা হ্যায় জি...”
Posted: 08:06 PM Aug 01, 2016Updated: 02:36 PM Aug 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বব্বান ও তাঁর খালুজান৷ এমনিতে দুষ্টু, তবে মনটা শিশুর মতো সরল৷ যখন-তখন প্রেমে পড়ে যায়৷ দোষ বলতে তেমন কিছু নয় একটু-আধটু হাতটান স্বভাব আছে এই আর কী! তবে রুপোলি পর্দায় এঁদের ‘ইশকিয়া’র কদর বেশ চড়া৷

Advertisement

প্রথম যখন বিদ্যা বালানের সঙ্গে এসেছিলেন৷ একেবারে দর্শকদের মনে গেঁথে গিয়েছিলেন৷ দ্বিতীয়বার সঙ্গে ছিলেন মাধুরী দীক্ষিত ও হুমা কুরেশি৷ ততটা সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা পেয়েছিল দেড়গুণ বেশি৷

আবার বলিউডের মাটিতে নিজেদের জাত চেনাতে হাজির হচ্ছেন নাসিরুদ্দিন শাহ ও আরশাদ ওয়ারসি জুটি৷ তৈরি হচ্ছে ‘ইশকিয়া ৩’৷ এবারে কোন সুন্দরীকে কাকা-ভাইপো মন দিয়ে বসবেন, তা এখনও জানা যায়নি৷ তবে ‘ইশকিয়া’র ফিরে আসার কথা স্বীকার করেছেন আরশাদ ওয়ারসি৷ জানিয়েছেন, কথাবার্তা চলছে৷ সম্ভবত সামনের বছরই দেখা যাবে বব্বান ও খালুজানের নতুন কীর্তি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement