shono
Advertisement

কেজরির চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে আক্রমণ, গ্রেপ্তার অভিযুক্ত

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। The post কেজরির চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে আক্রমণ, গ্রেপ্তার অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 06:31 PM Nov 20, 2018Updated: 07:07 PM Nov 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা চালাল এক ব্যক্তি। তাঁর চোখে ছুঁড়ে মারা হল লঙ্কার গুঁড়ো। নিজের সচিবালয়ের বাইরেই তাঁর উপর আক্রমণ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিসের বাইরে তাঁর উপর হামলা চালায় এক ব্যক্তি। মুখ্যমন্ত্রী তখন মধ্যাহ্নভোজ সারতে যাচ্ছিলেন। হামলার চোটে তাঁর চশমা পড়ে ভেঙে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীর নাম অনিল কুমার। বয়স ৪০ বছর। দিল্লির নারায়ণ এলাকার বাসিন্দা সে। মুখ্যমন্ত্রীর দপ্তরে এসে কেজরিওয়ালকে সে একটি চিঠি দেয়। এরপর তাঁর পা ছুঁয়ে প্রণাম করবে বলে নিচু হয়। কেজরিওয়াল তাঁকে আটকাতে যান। আর এই সময়েই মুখ্যমন্ত্রীর চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দেয় সে। অভিযুক্ত অনিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ইন্দ্রপ্রস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

৩৪ বছর পর সুবিচার, শিখ দাঙ্গায় দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ড ]

এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর অফিস মানে সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকে ভালমতোই। তার মধ্যে অচেনা কোনও ব্যক্তি কীভাবে মুখ্যমন্ত্রীকে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারল? এক স্ক্যানারের মধ্যে দিয়ে সে লঙ্কার গুঁড়োই বা কীভাবে নিয়ে ঢুকল তা নিয়ে উঠছে প্রশ্ন। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, দিল্লিতে নিজের রাজ্যেও নিরাপদে নেই কেজরিওয়াল। বিজেপির দিল্লির সভাপতি মনোজ তিওয়ারি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বলেছেন, মুখ্যমন্ত্রীর উপর এমন হামলা দুর্ভাগ্যজনক। কিন্তু সেই সঙ্গে তিনি ঘটনাটিকে আপের দলীয় সংঘাত বলে বর্ণনা করেছেন। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

‘সবরীমালাকে অযোধ্যা হতে দেব না’, আরএসএস-বিজেপিকে হুঁশিয়ারি বিজয়নের ]

The post কেজরির চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে আক্রমণ, গ্রেপ্তার অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement