shono
Advertisement

‘চাল-গম-দুধে GST বসিয়ে বিধায়ক কেনার টাকা তুলছে কেন্দ্র’, বিস্ফোরক কেজরি

একাধিক সরকার পতনে ৬ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করেছে বিজেপি, দাবি কেজরিওয়ালের
Posted: 08:59 PM Aug 27, 2022Updated: 11:24 PM Aug 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিন আগে দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) অভিযোগ করেন, দিল্লির সরকার ফেলার কাজে বিধায়ক ভাঙাতে ৮০০ কোটি টাকা খরচ করবে বিজেপি (BJP)। বিধায়ক পিছু ২০ কোটি দিয়ে ৪০ বিধায়ককে ছিনিয়ে নিতে চায় তারা। আপ (AAP) প্রধান শনিবার বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও বড় অভিযোগ এনেছেন। তাঁর দাবি, বিভিন্ন রাজ্যে সরকার পতনের জন্য ৬ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করেছে বিজেপি সরকার। এই কারণেই চাল-ডাল-গম-দইয়ের মতো খাদ্যপণ্যের উপর জিএসটি (GST) বসাতে বাধ্য হয়েছে তারা।

Advertisement

আপ-বিজেপি দ্বন্দ্বের মধ্যেই শনিবার হিন্দিতে একটি টুইট করেন কেজরিওয়াল। সেখানে মোদি সরকারকে নিশানা করে তিনি বলেন, “দই, বাটারমিল্ক, মধু, গম, চাল ইত্যাদির উপর যে জিএসটি আরোপ করা হয়েছে, তা থেকে বার্ষিক ৭ হাজার ৫০০ কোটি টাকা আয় করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এখন পর্যন্ত তারা বিভিন্ন রাজ্যে সরকার পতনের জন্য ৬ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করেছে। যদি এই সরকারগুলি পতন না হত, তবে গম, চাল, বাটারমিল্ক ইত্যাদির উপর জিএসটি আরোপ করতে হত না। জনগণ মূল্যস্ফীতির সম্মুখীনও হত না।”

[আরও পড়ুন: সব রাস্তার মোড়ে মসজিদ থাকতে হবে বলা নেই কোরানেও: কেরল হাই কোর্ট]

এদিন দিল্লি বিধানসভায় বিজেপি সরকারকে ‘সিরিয়াল কিলার’ও বলেন কেজরি। তাঁর কথায়, ”একের পর এক রাজ্যের সরকারগুলিকে শেষ করতে চাইছে বিজেপি। দেশের নয়া সিরিয়াল কিলার এরা। ধারাবাহিকভাবে একের পর এক রাজ্য সরকার ওদের নিশানায়।” তিনি আরও দাবি করেন, পেট্রল-ডিজেলের দাম বাড়িয়ে যে অতিরিক্ত আয় হচ্ছে সরকারের, তা দিয়েও বিধায়ক কিনছে বিজেপি।

[আরও পড়ুন: বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়া ‘ভয়ংকর ভুল’, প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন ১৩০ আমলা]

এর আগে কেজরিওয়াল টুইট করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, “দিল্লি সরকারকে ফেলতে ওরা ৮০০ কোটি রেখে দিয়েছে। বিধায়ক পিছু ২০ কোটি দিয়ে ৪০ জন বিধায়ককে ছিনিয়ে নিতে চায়। দেশ জানতে চায় এই ৮০০ কোটি টাকা কার, এটা কোথায় রাখা হয়েছে? আমাদের কোনও বিধায়কই দল ছাড়বেন না। সরকার স্থিতিশীল। দিল্লিতে যে ভাল কাজ চলছে তা অব্যাহত থাকবে।” এবার বিজেপির টাকার উৎস জানিয়ে দিলেন কেজরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement