shono
Advertisement

পঞ্চমবার ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল, সরকার ফেলার ষড়যন্ত্র, বলছে আপ

আপাতত আইনি পথ খুঁজছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
Posted: 01:14 PM Feb 02, 2024Updated: 01:14 PM Feb 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ কেলেঙ্কারিতে ইডির পাঠানো পঞ্চম সমনও অগ্রাহ্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত বুধবার কেজরিকে এই মামলায় পঞ্চমবার সমন পাঠায় ইডি। শুক্রবারই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে আপ সূত্রের খবর, এদিনও কেজরিওয়াল (Arvind Kejriwal) ইডি দপ্তরে হাজিরা দেবেন না।

Advertisement

সদ্যই চণ্ডীগড়ের পুরনিগমের মেয়র নির্বাচনে বেআইনিভাবে বিজেপি (BJP) প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। আপের অভিযোগ, প্রিসাউডিং অফিসার আপ এবং কংগ্রেসের (Congress) কাউন্সিলরদের ভোট বাতিল করে ইচ্ছাকৃতভাবে বিজেপি প্রার্থীকে সুবিধা পাইয়ে দিয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবারই দিল্লি ও চণ্ডীগড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে আপ। ঠিক যেদিন কেজরির হাজিরা, সেদিনের এই বিক্ষোভে রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত। এসবের মধ্যেই কেজরিওয়াল হাজিরা এড়িয়ে গেলেন।

[আরও পড়ুন: টানাপোড়েনে ইতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের]

আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির র‍্যাডারে কেজরিওয়াল। এর আগে চারবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। সেই সমনকে ‘বেআইনি’ বলে দাবি করে হাজিরা এড়িয়ে যান তিনি। আম আদমি পার্টি (Aam Aadmy Party) শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। কেজরিওয়াল নিজে বলছেন, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে সেটার আইনি বৈধতা নেই। এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

[আরও পড়ুন: দ্রুত মিলবে রাজ্যের বকেয়া, মোদি-শাহের সঙ্গে সাক্ষাতের পর আশ্বাস রাজ্যপালের]

আপ সূত্রের দাবি, ঝাড়খণ্ডের মতো দিল্লির সরকারও ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। কেজরিওয়াল সেই ষড়যন্ত্রে পা দেবেন না। আপাতত আইনি পথ খুঁজছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement