shono
Advertisement
Jabalpur

গাড়ি উলটে মৃত ৪, দুর্ঘটনাই বাঁচিয়ে দিল বলির পাঁঠাকে!

গাড়িতে থাকা বাকি দু'জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
Published By: Biswadip DeyPosted: 08:40 PM Apr 11, 2025Updated: 08:40 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫ কিমি বেগে চলছিল এসইউভি গাড়ি। গাড়িতে ছিলেন ছ'জনের এক দল। সঙ্গে মন্দিরে গিয়ে বলি দেওয়ার জন্য মানতের পাঁঠা ও মুরগি। কিন্তু গাড়িটি আচমকাই পড়ল দুর্ঘটনার কবলে। নদী পেরনোর সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তা নিচে পড়ে যায়। এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। বাকি দু'জন গুরুতর জখম। তবে দুর্ঘটনায় মুরগিটির মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছে বলিপ্রদত্ত সেই পাঁঠাটি।

Advertisement

পুলিশ সূত্রে জানানো হয়েছে, জবলপুর থেকে ৩০ কিলোমিটার দূরে চরগম্বা-জবলপুর রোডে ওই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি জবলপুর থেকে চারগাঁওয়ানের দিকে যাচ্ছিল। কিন্তু আচমকাই সোমতি নামের শুকিয়ে যাওয়া এক নদীর বুকে আছড়ে পড়ে গাড়িটি। আহতদের দ্রুত নেতাজি সুভাষচন্দ্র বসু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটি আছড়ে পড়ার পরই ঘটনাস্থলে হাজির হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় পুলিশও। সকলের চেষ্টায় দেহগুলি বাইরে আনা হয়।

শাবলের সাহায্যে দরজা বেঁকিয়ে তাঁদের বের করা হয়। আহতদেরও উদ্ধার করা সম্ভব হয়। তবে তাঁরা কথা বলার মতো অবস্থায় ছিলেন না। নিহত ও আহতরা সকলেই জবলপুরের চৌকিতাল গ্রামের বাসিন্দা। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মন্দিরে পাঁঠা ও মুরগি বলি দিতে যাওযার সময় দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি।
  • নদী পেরনোর সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তা নিচে পড়ে যায়। এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন।
  • কিন্তু প্রাণে বেঁচে গিয়েছে পাঁঠাটি।
Advertisement