shono
Advertisement

যৌনতায় অনিচ্ছা কি রোগ? পড়ুন বিশেষজ্ঞরা কী বলছেন

এমনটাও হয়? The post যৌনতায় অনিচ্ছা কি রোগ? পড়ুন বিশেষজ্ঞরা কী বলছেন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Mar 09, 2017Updated: 11:45 AM Mar 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি৷ সমলিঙ্গে হোক বা বিপরীত লিঙ্গ, যৌনতার প্রতি আকর্ষণ মানুষ মাত্রই থাকবে৷ এই ধারণাই বেশিরভাগ মানুষ পোষণ করেন৷ কিন্তু এর বাইরেও রয়েছে আরও একটি শব্দ৷ অযৌনতা৷ কোনও রোগ বা প্রবৃত্তি নয়, যৌনতারই একটি প্রকারভেদ মানুষের এই নিষ্কাম মনোভাব৷ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা৷

Advertisement

(পেটিএম ব্যবহার করেন? তাহলে জেনে রাখুন এই নয়া নিয়ম)

ইদানীং মানুষের মধ্যে এই প্রবনতা অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে৷ শরীরী মিলনে অনাসক্ত এই মানুষগুলির কাছে যৌনতাই শেষ কথা নয়৷ তা বলে কি তাঁরা ভালবাসেন না? একদম বাসেন৷ বরং গবেষকদের দাবি, অযৌনকামী মানুষরা খুব ভাল প্রেমিক বা প্রেমিকাও হন৷ বেশিরভাগেরই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়৷ আর যৌন মিলনে এঁদের শরীরও সাড়া দেয়৷ মনে রাখতে হবে যৌনতার প্রতি আকর্ষণ আর যৌন মিলনের সুখ ভোগ এক কথা নয়৷ তবে হ্যাঁ, যৌনতায় নিরাসক্ত এই মানুষগুলির সঙ্গী যদি অতি মাত্রায় যৌনতার প্রতি আসক্ত হয়৷ তাহলে এঁদের পক্ষে সম্পর্ক টিকিয়ে রাখা তেমনভাবে সম্ভবপর হয় না৷ অনেকে আবার হতাশাতেও ভোগেন৷

(ত্বকে সাদা দাগ! সারবে এই ঘরোয়া টোটকাতে)

২০০৪ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ব্রিটিশ জনগণের শতকরা ১ ভাগ অযৌনকামী৷ কিছু ক্ষেত্রে ধর্মের প্রতি আসক্তি অযৌনতার পরিস্থিতি করে দেয়৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই অযৌনতা মানুষের মধ্যে এমনিতেই জন্ম নেয়৷ যেমন যাঁরা সমলিঙ্গে আকর্ষণ বোধ করেন, তাঁদের সেটা সহজাত প্রবৃত্তি৷ তেমনই অযৌনতাও একটি সহজাত প্রবৃত্তি৷

(কাজ করুন দিক মেনে, তাতেই আসবে সাফল্য)

The post যৌনতায় অনিচ্ছা কি রোগ? পড়ুন বিশেষজ্ঞরা কী বলছেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement