সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরও (Gautam Gambhir) তাহলে হাসেন! হ্যাঁ ঠিকই পড়েছেন। তাঁর জীবনে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা মনে পড়লেই খিলখিলিয়ে হেসে ওঠেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার। এবং সেই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এক ও অদ্বিতীয় আশিস নেহরা (Ashish Nehra)। দিল্লির দুই ক্রিকেটার ছোটবেলা থেকেই অভিন্ন হৃদয় বন্ধু। একইসঙ্গে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েও মাঠে নেমেছিলেন। তবে এই ঘটনা ভারতীয় দলের হয়ে খেলার সময় নয়। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলার সময় এমন মজার ঘটনার সাক্ষী থেকেছিলেন গম্ভীর।
সেই মজার ঘটনা প্রসঙ্গে গম্ভীর বলেন, “পরপর তিন ম্য়াচে শূন্য রানে আউটের পরের কথা। পুনের বিরুদ্ধে ম্য়াচ ছিল। তার আগে আমরা দিল্লির কয়েকজন নৈশভোজে গিয়েছিলাম। সকলে খাবার টেবলে অপেক্ষা করছি। আশিস নেহরা হাঁস অর্ডার করল। সেটা দিয়ে বলে, আমি হয়তো পরের ম্য়াচেও শূন্য় রানে আউট হতে পারি। সত্যি বলতে সেই অবধি কখনও হাঁসের মাংস খাইনি। ফলে নেহরার অর্ডার করা হাঁসের মাংস টেস্ট করেছিলাম। পরের ম্যাচে আমি ১ রান করেছিলাম। তারপরই নেহরার মেসেজ, এর জন্যই বলেছিলাম মাংসটা খেয়ে দেখিস। মুখে নিয়ে করে অন্তত ১ রান তো করতে পেরেছিস।”
[আরও পড়ুন: ‘সৌরভের ইডেন পারলে ডারবান কেন পারবে না?’ প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে বিঁধলেন গাভাসকর]
গম্ভীরের নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০১২ সালের পর ২০১৪ সালেও ট্রফি ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার প্রথম তিন ম্যাচে খালি হাতে ফিরেছিলেন নাইট অধিনায়ক। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘ডাক’। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্য়াচে ৮ বল খেলে ০-তেই ফিরেছিলেন গম্ভীর। পরের ম্যাচে দিল্লির বিরুদ্ধেও একই পরিস্থিতি। এখানেই শেষ নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধেও! ডাক-এর হ্যাটট্রিক করেছিলেন গম্ভীর। এর পরেই মজা করে পুরনো বন্ধুর জন্য হাঁস অর্ডার করেছিলেন সদাহাস্য নেহরাজি।
তবে সেই খারাপ পরিস্থিতি কাটিয়ে সেবার ট্রফি জিতেছিল কলকাতা। গম্ভীর ১৬ ম্য়াচে ৩৩৫ রান করেন। এহেন প্রাক্তন নাইট অধিনায়ককে আগামী আইপিএলে তাঁর পুরনো দলের মেন্টর হিসেবে দেখা যাবে।