shono
Advertisement

ধাওয়ানের উইকেট নিয়ে ‘বাবাজি কা ঠুল্লু’! ভাইরাল নার্সের সেলিব্রেশন

কোথায় শিখলেন এই স্টেপ? The post ধাওয়ানের উইকেট নিয়ে ‘বাবাজি কা ঠুল্লু’! ভাইরাল নার্সের সেলিব্রেশন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:39 PM Oct 28, 2018Updated: 09:39 PM Oct 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাবাজি কা ঠুল্লু’! যাঁরা কপিল শর্মার ভক্ত, তাঁদের কাছে এই বাক্য বেশ পরিচিত। আলাদা করে মানেও বোঝানোর প্রয়োজন নেই। কমেডিয়ান কপিল শর্মার রিয়ালিটি শোয়ে খেলার দুনিয়ার সেলেব থেকে বি-টাউনের অভিনেতা-অভিনেত্রী, সকলের মুখেই শোনা গিয়েছে এই কথাটি। ভারতীয় দর্শকরা এমন জনপ্রিয় কথা জানবেন, তা আর এমন কী। তাই বলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারও এই কথার সঙ্গে পরিচিত? ভাবলে একটু অবাকই হতে হয়। কিন্তু সত্যি এটাই। শুধু কথাটিই নয়, সেই কথাটি বলতে গেলে কেমন অঙ্গ-ভঙ্গি করতে হয় তাও জানা। আর সেই ঝলকই দেখা গেল শনিবার পুণের বাইশ গজে।

Advertisement

[সেঞ্চুরির হ্যাটট্রিকের পরই কোহলিকে নয়া চ্যালেঞ্জ ছুঁড়লেন শোয়েব আখতার]

পুণেতে ক্যারিবিয়ানদের কাছে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। বিপক্ষের দাপটের রাছে ৪৩ রানে পরাস্ত হন বিরাট কোহলিরা। যে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন অ্যাশলে নার্স। দুটি মূল্যবান উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ রানও করেন তিনি। আর এ ম্যাচেই উইকেট নেওয়ার পর তাঁর সেলিব্রেশন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ভারতীয় দর্শকদের কাছে এমন সেলিব্রেশন বেশ পরিচিত। ‘বাবাজি কা ঠুল্লু’ বলে ঠিক যেভাবে হাত নাড়ান কপিল শর্মা, একেবারে সেভাবেই সেলিব্রেট করলেন নার্স। ১৭ ওভারের দ্বিতীয় বলে শিখর ধাওয়ানকে আউট করার পরই ‘বাবাজি কা ঠুল্লু’ ভঙ্গি করতে দেখা যায় তাঁকে। এ কথার অর্থ আপনি কিছুই পেলেন না। বা এককথায় ফক্কা। নার্সের এমন সেলিব্রেশনের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

[বিরাটের ইতিহাস গড়ার দিন লজ্জার হার টিম ইন্ডিয়ার]

কোথা থেকে শিখলেন এমন স্টেপ? উত্তরে নার্স জানালেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় বন্ধু সানি সোহলের থেকে নাকি এই মজার স্টেপটি শিখেছিলেন তিনি। সেই বন্ধুই তাঁকে বলেছিলেন উইকেট পেলে এভাবে সেলিব্রেট করতে। তাঁর কথা মনে করেই স্টেপটি করেন নার্স। ক্যারিবিয়ান তারকা এমন ভারত প্রীতি নিঃসন্দেহে মন কেড়েছে এ দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে এমন দৃশ্য দেখে, একজন নিঃসন্দেহে সবচেয়ে বেশি খুশি হয়েছেন। তিনি কপিল শর্মা। যদিও তাঁর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

The post ধাওয়ানের উইকেট নিয়ে ‘বাবাজি কা ঠুল্লু’! ভাইরাল নার্সের সেলিব্রেশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার