shono
Advertisement

Breaking News

রাজস্থান কংগ্রেসের ‘সেনাপতি’ গেহলটই! সহকারী পাইলট

কংগ্রেস সূত্রের দাবি, রাজস্থানে অশোক গেহলট এখনও বেশ জনপ্রিয়।
Posted: 01:15 PM Oct 12, 2023Updated: 01:59 PM Oct 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে কংগ্রেসের হর্তাকর্তা থাকছেন অশোক গেহলটই (Ashok Gehlot)। শচীন পাইলটের সঙ্গে তাঁর সন্ধি হয়ে গেলেও ভোটে প্রার্থী বাছাই, দলের প্রচার কৌশল বাছাই, সবটাই থাকছে গেহলটের নিয়ন্ত্রণে। তবে শচীন থাকছেন তাঁর সহযোগী হিসাবে। এমনটাই খবর কংগ্রেস সূত্রে।

Advertisement

শচীন পাইলট (Sachin Pilot) এবং অশোক গেহলট। মাঝখানে কিছুদিন তাঁরা কংগ্রেসের অন্দরেই দুই মেরুতে অবস্থান করছিলেন। দিনরাত নাম না করে একে অপরের মুন্ডপাত করছিলেন। কংগ্রেস সূত্রের দাবি, তাঁরা এখন একজোট। নিজেদের বিবাদ মিটিয়ে রাজ্যে বিজেপিকে (BJP) কীভাবে রুখে দেওয়া যায় সেই চেষ্টাই করছেন। যদিও সেই ঐক্য এখনও প্রকাশ্যে দেখা যায়নি। এখনও একসঙ্গে জনসভা করেননি পাইলট এবং গেহলট। কংগ্রেস চাইছে দ্রুত সেই কাজটা হয়ে যাক।

[আরও পড়ুন: বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের জন্য বদলে গেল রাজস্থানের ভোটের দিন! সিদ্ধান্ত কমিশনের]

শোনা যাচ্ছে, রাজস্থানে টিকিট বণ্টনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে অশোক গেহলটকেই। ২০০ আসনের মধ্যে ১২০-১৩০টি আসনেই প্রার্থী নির্বাচনের ভার গেহলটের উপর। এই আসনগুলিতে তিনি কোনও নতুন মুখ চাইলে আনতে পারবেন, চাইলে বিধায়কদের আসন বদলে দিতে পারবেন, চাইলে বিধায়কদের বাদও দিতে পারবেন। বাকি ৭০-৮০টি আসনে প্রার্থী বাছবেন শচীন পাইলট-সহ অন্য নেতারা। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের অংশীদারীতে অনেকটাই পিছিয়ে পাইলট। যার অর্থ ফের কংগ্রেস সরকার গঠিত হলে বিধায়কদলে প্রাধান্য থাকবে গেহলট অনুগামীদেরই।

[আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৪, আহত বহু]

রাজস্থানে এমনিতে ৫ বছর অন্তর অন্তর সরকার বদলায়। এবারেও সেই আশায় বুক বাঁধছে বিজেপি। যদিও কংগ্রেসের দাবি, রাজস্থানে অশোক গেহলট এখনও বেশ জনপ্রিয়। এবার সরকার বদলের রীতি বদলে যেতে পারে। সেকারণেই তাঁকে মুখ করে এগোনো হচ্ছে। যদিও সরকারিভাবে সেটা ঘোষণা করছে না হাত শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement