shono
Advertisement
EPFO

ফেস অথেন্টিকেশনে পিএফ ইউএএন আইডি-র সুবিধা, নয়া উদ্যোগ ইপিএফও'র

নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ই সরকারের উমাঙ্গ অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইউএএন নম্বর তৈরি করতে পারবেন।
Published By: Amit Kumar DasPosted: 02:50 PM Apr 11, 2025Updated: 02:50 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল পদক্ষেপে আরও একধাপ এগোল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। এবার থেকে কোনও সদস‌্য নিজের ছবিকে ব্যবহার করেই তৈরি করতে পারবেন নিজেদের ইউএএন আইডি। অর্থাৎ, এবার ইউএএন (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর ) তৈরি করার বিষয়ে সদস‌্যদের নিজের ছবি অর্থাৎ ফেস অথেনটিকেশনকে ব্যবহার করার দিকে জোর দেওয়া হচ্ছে। এর ফলে ইপিএফও-কে সদস‌্য অ‌্যাকাউন্ট ব‌্যবহার আরও সহজ হবে। বস্তুত, এই পদক্ষেপটি ইপিএফও-এর পরিষেবা এবং প্রক্রিয়াগুলিকে সহজ করার জন্য নতুন ‘ইপিএফও ২.০’ -এর অংশ।

Advertisement

সরকার জানিয়েছে, নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ই সরকারের উমাঙ্গ অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মাধ‌্যমে ইউএএন নম্বর তৈরি করতে পারবেন। এটি ভুল ব্যক্তিগত বিবরণ বা মোবাইল নম্বর হারিয়ে যাওয়ার মতো সাধারণ সমস্যাগুলি সমাধান করবে বলে আশা করা হচ্ছে, যা অতীতে প্রায়শই ইউএএন ব‌্যবহারে সমস‌্যার সৃষ্টি করত। ফলে সদস‌্যদের পরিষেবা পেতে দেরী হত। ৯ এপ্রিলের সার্কুলার অনুসারে, “এই যোগাযোগহীন এবং সুরক্ষিত পরিষেবা কোটি কোটি ইপিএফও ​​সদস্যকে ঝামেলামুক্ত এবং সম্পূর্ণ ডিজিটাল পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।”

উল্লেখ্য, পুরনো পন্থা তুলে দিয়ে ইপিএফওকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। সেই লক্ষ্যে একদিকে যেমন ডিজিটালাইজেশন চলছে ইপিএফও-তে, অন্যদিকে তেমন নিয়ম-কানুনেও আনা হচ্ছে বদল। জানা যাচ্ছে, পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরিমাণ বাড়াতে নিয়মে পরিবর্তন আনতে চলেছে সরকার। সূত্রের খবর, গত সপ্তাহে ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা টাকা তোলার সীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, ২৮ মার্চ শ্রীনগরে অনুষ্ঠিত সভায় ইপিএফও-র কমিশনার রমেশ কৃষ্ণমূর্তিও উপস্থিত ছিলেন। এই সুপারিশ সিবিটি-এর অনুমোদনের পরে ইপিএফও সদস্যরা অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের ভবিষ্যৎ তহবিল থেকে আগাম তুলে নিতে পারবেন। বর্তমানে এই টাকা তোলার পরিমাণ সর্বোচ্চ ১ লক্ষ টাকা। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ইপিএফও-র ৭.৫ কোটি সদস্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিজিটাল পদক্ষেপে আরও একধাপ এগোল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)।
  • এবার থেকে কোনও সদস‌্য নিজের ছবিকে ব্যবহার করেই তৈরি করতে পারবেন নিজেদের ইউএএন আইডি।
  • ইউএএন তৈরি করার বিষয়ে সদস‌্যদের নিজের ছবি অর্থাৎ ফেস অথেনটিকেশনকে ব্যবহার করার দিকে জোর দেওয়া হচ্ছে।
Advertisement