shono
Advertisement

Breaking News

ভোটমুখী রাজস্থানে তৎপর ED, সমন গেহলটের ছেলেকে, কংগ্রেস সভাপতির বাড়িতেও তল্লাশি

রাজস্থানে নিশ্চিত পরাজয় দেখে পদক্ষেপ বিজেপির, তোপ মল্লিকার্জুন খাড়গের।
Posted: 12:20 PM Oct 26, 2023Updated: 02:53 PM Oct 26, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: রাজস্থানে (Rajasthan) ভোটের আগে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। একদিকে যেমন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) ছেলে বৈভবকে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলায় সমন পাঠাল ইডি (ED), পাশাপাশি একই দিনে মরুরাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির এহেন সক্রিয়তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বলছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে বিজেপিকে (BJP) তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী গেহলট এবং সর্বভারতীয় কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

Advertisement

২০২০ সালে বৈভবের বিরুদ্ধে অভিযোগ করেন জয়পুরের বাসিন্দা দুই ব্যক্তি। ওই অভিযোগে বলা হয়েছিল, মরিশাসের একটি সংস্থা থেকে অবৈধভাবে অর্থ নিয়েছিলেন গেহলটপুত্র। ওই টাকায় ২০১১ সালে একটি হোটেলের ২, ৫০০টি শেয়ার কিনেছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিকে এক বিজেপি সাংসদ ইডির কাছে অভিযোগ করেন, গেহলট কালো টাকা পাচার করছেন। তখনই আর্থিক তছরূপের অভিযোগ আনা হয় বৈভবের বিরুদ্ধে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা।

[আরও পড়ুন: হামাস সমর্থনকারী! রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক বাতিল ইজরায়েলের বিদেশমন্ত্রীর]

পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার জয়পুর এবং সিকারার বাড়িতে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। গত বছর রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। নিয়োগ দুর্নীতির মামলাতেই প্রদেশ কংগ্রেস সভাপতির দুটি বাড়িতে অভিযান চালাল ইডি। এছড়াও মহুয়া বিধানসভা আসনের নির্দল বিধায়ক ওমপ্রকাশ হুডার সঙ্গে সম্পর্কিত একটি ঠিকানাতেও রেড করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। উল্লেখ্য, হুডাকে আগামী নির্বাচনে প্রার্থী করেছে কংগ্রেস।

 

ভোটের মুখে ইডির তৎপরতা নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। কংগ্রেস সভাপতির বাড়িতে তল্লাশি অভিযান এবং ছেলেকে সমন পাঠানো নিয়ে গেহলট লেখেন, “আমি যা বলে আসছিলাম আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। রাজস্থানে রোজ রোজ ইডির রেড এইজন্যে হয়, যেহেতু বিজেপি চায় না রাজ্যের মহিলা, কৃষক এবং দরিদ্ররা কংগ্রেসের দেওয়া গ্যারান্টির সুবিধা পান।”

[আরও পড়ুন: মাত্র ৬ মাস, বিজেপি আর ক্ষমতায় ফিরবে না, রাহুলকে বললেন সত্যপাল মালিক

ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিও। এক্স হ্যান্ডেলে খাড়গে তোপ দাগেন, “নির্বাচন এলেই ইডি, সিবিআই, আইটি ইত্যাদি হয়ে ওঠে বিজেপির আসল ‘পান্না প্রধান’। রাজস্থানে নিজেদের নিশ্চিত পরাজয় দেখে শেষ পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি! ছত্তিশগড়ের পর এবার রাজস্থানে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ইডি। মোদি সরকারের স্বৈরাচার গণতন্ত্রের জন্য ভয়ংকর। আমরা সংস্থাগুলির অপব্যবহারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, জনগণ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে।” 

উল্লেখ্য, রাজস্থানের পাশাপাশি বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা দেয় বৃহস্পতিবার। যার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “একটাও বিজেপির ‘ডাকাতে’র বাড়িতে তল্লাশি হচ্ছে না কেন?” তাঁর কথায় শুধু বাংলায় না, রাজস্থানেও ভোটের মুখে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকে সমন পাঠিয়ে হেনস্তা করা হচ্ছে। মমতা বলেন, প্রতিহিংসার রাজনীতি চলছে, গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement