shono
Advertisement

দীর্ঘ রোগভোগে প্রয়াত অশোক কুমারের মেয়ে অভিনেত্রী ভারতী জাফরি

ভারতী জাফরির প্রয়াণের খবর দেন অভিনেতা কনওয়ালজিৎ সিং।
Posted: 09:43 PM Sep 21, 2022Updated: 09:44 PM Sep 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুঃসংবাদ। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত ভারতীয় সিনেমার কিংবদন্তি অশোক কুমারের (Ashok Kumar) মেয়ে ভারতী জাফরি (Bharti Jaffrey)। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান অভিনেতা কনওয়ালজিৎ সিং। সম্পর্কে তিনি ভারতী জাফরির জামাই হন।

Advertisement

অশোক কুমার এবং শোভাদেবীর মেয়ে ভারতী জাফরি। অভিনয়ের জগতে পা তিনিও রেখেছিলেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমা কল্পনা লাজমি পরিচালিত ‘দমন: দ্য ভিক্টিম অফ ম্যারিটাল ভায়োলেন্স’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন রবিনা ট্যান্ডন। ভারতী জাফরি ছিলেন লক্ষ্মী গোস্বামীর চরিত্রে। ‘সাঁস’ নামের একটি সিরিয়ালেও অভিনয় করেছিলেন ভারতী। সে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় নীনা গুপ্তা, শগুফতা আলি এবং কনওয়ালজিৎ সিং (Kanwaljit Singh) ছিলেন।

[আরও পড়ুন: তুঙ্গে রিচা-আলির বিয়ের জল্পনা, ভাইরাল দেশলাই বাক্সের আদলে তৈরি ‘বিয়ের কার্ড’]

ভারতীয় জাফরির মেয়ে অনুরাধা প্যাটেলকে বিয়ে করেছেন কনওয়ালজিৎ সিং। ইনস্টাগ্রামে শাশুড়ির মৃত্যু সংবাদ দিতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা লেখেন, “আমাদের প্রিয় ভারতী জাফ্রি। একজন মেয়ে, বোন, স্ত্রী, মা, ঠাকুমা, কাকিমা-জেঠিমা, প্রতিবেশী, বন্ধু এবং অনেকের অনুপ্রেরণা গত ২০ সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছেন।” কী শারীরিক সমস্যা ছিল ভারতী জাফরির, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কনওয়ালজিৎ সিংয়ের পোস্ট অনুযায়ী তাঁর মরদেহ অশোক কুমার টাওয়ারে নিয়ে আসা হয়। সেখানে প্রিয়জনেরা শ্রদ্ধা জানান। তারপর চেরাই ক্রিমেটোরিয়ামের শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, এদিনই জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের প্রয়াণের খবর জানা গিয়েছে। গত আগস্ট মাসে জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই হাসপাতালে ভরতি ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৮ বছরের শিল্পী। তার মৃত্যু সংবাদের পরই অশোক কুমারের মেয়ে ভারতী জাফরির মৃত্যুসংবাদ পাওয়া যায়।

[আরও পড়ুন: ‘উজ্জ্বল হাসির দিনগুলো চলে গেল’, রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-শাহদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার