shono
Advertisement

Breaking News

Asia Cup 2023: ‘বিশ্বের সেরা স্পিনার এখন কুলদীপ’, দুরন্ত ছন্দে থাকা তারকাকে দরাজ সার্টিফিকেট আকাশ চোপড়ার

শেষ দুই ম্যাচে কুলদীপ নেন ৯টি উইকেট।
Posted: 02:21 PM Sep 14, 2023Updated: 02:28 PM Sep 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের স্পিনারের নাম কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra) একথা বলেছেন নিজের ইউটিউব চ্যানেলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট নেন কুলদীপ। দ্বীপরাষ্ট্রকে হারিয়ে ভারত এশিয়া কাপের ফাইনালে পৌঁছয়। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পাঁচটি উইকেট নেন কুলদীপ। অর্থাৎ শেষ দুটি ম্যাচে কুলদীপের সংগ্রহে ৯ উইকেট।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ”আমার মনে হয় কুলদীপ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। কুলদীপ যাদবের উইকেট সংখ্যা যদি দেখা যায়, তাহলে বলতেই হবে ও সত্যিকারের উইকেট টেকার। আমরা সেই স্পিনারের কথা বলছি যে দেড়শোর কাছাকাছি ওয়ানডে উইকেট নিয়েছে। প্রথমত, দেড়শো উইকেট দারুণ সংখ্যা। এই উইকেট নেওয়া খুব সহজ নয়।”

[আরও পড়ুন: বিশ্বক্রিকেটে বাবরের সিংহাসন দখলের পথে শুভমান! সামান্য পিছিয়ে রোহিত-বিরাট]

কুলদীপ কিন্তু রশিদ খান, অজন্তা মেন্ডিসের মতো রহস্য স্পিনার রশিদ খান, অজন্তা মেন্ডিসের মতো রহস্য স্পিনার নন কুলদীপ। আকাশ চোপড়া বলছেন, ”মাত্র ৮৫ ইনিংসে ১৫০ উইকেট সংগ্রহ করেছে কুলদীপ। ওর স্ট্রাইক রেট ৩০.১। অজন্তা মেন্ডিস বা রশিদ খানের কথা যদি বলা হয়, তাহলে বলব ওরা রহস্য স্পিনার। কুলদীপ কিন্তু মোটেও মিস্ট্রি স্পিনার নয়। সাধারণ লেগ স্পিন বোলিং করে কুলদীপ। সেই সঙ্গে গুগলিও করতে পারে। ওই দিয়েই ব্যাটারকে ফাঁদে ফেলে কুলদীপ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement