সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের আগে জোড়া সিরিজ খেলেননি বিরাট কোহলি। তা সত্ত্বেও ফিটনেসে বাকিদের পিছনে ফেলে দিয়েছেন তিনি। ইয়ো ইয়ো টেস্টে সর্বোচ্চ স্কোর করে বুঝিয়ে দিয়েছেন, আইসিসি টুর্নামেন্টের জন্য তিনি কতখানি তৈরি। কিন্তু ফিটনেস পরীক্ষায় রেকর্ড গড়েও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রোষের মুখে পড়লেন প্রাক্তন অধিনায়ক।
তা কী এমন করলেন কোহলি? বুধবারই বেঙ্গালুরুতে এশিয়া কাপের (Asia Cup 2023) ক্যাম্পে ভারতীয় দলে যোগ দিয়েছেন তিনি। আর বৃহস্পতিবারই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে নিজের ইয়ো ইয়ো টেস্টের ফল পোস্ট করেছিলেন তিনি। আর এতেই বোর্ডের নিয়মভঙ্গ করে ফেলেছেন বিরাট। আসলে ইয়ো ইয়ো পরীক্ষার ফল প্রকাশ্যে আনতে পারেন না ক্রিকেটাররা। এটি গোপন রাখাই নিয়ম। কিন্তু কোহলি (Virat Kohli) লিখে দিয়েছেন, তিনি ১৭.২ স্কোর করেছেন তিনি। যা নিয়ে ক্ষুব্ধ বোর্ড কর্তারা। জানা গিয়েছে, শিবিরের প্রত্যেক ক্রিকেটারকেই ফিটনেস পরীক্ষার ফল নিয়ে গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে বাতিল ‘বন্দে ভারত এক্সপ্রেস’, বিকল্প ট্রেনে মালদহ গেলেন রাজ্যপাল]
এতদিন ইয়ো-ইয়ো টেস্টের (Yo Yo Test) সেরা স্কোর ছিল ১৬। কয়েক বছর আগে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে পাল্লা দিয়ে বিরাট ১৬ স্কোর করেন। এবার নিজের পুরনো রেকর্ড ভেঙে কিং কোহলি’ ১৭.২ স্কোর করেন। যা বিশ্বমঞ্চে রেকর্ড। কিন্তু নিজে থেকেই তা প্রকাশ্যে এনে বোর্ডের বিরাগভাজন হলেন তিনি।
বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, প্রত্যেক ক্রিকেটারকে মৌখিকভাবে জানানো হয়েছে যেন সোশ্যাল মিডিয়ায় কেউ গোপন তথ্য পোস্ট না করেন। ইচ্ছা করলে ট্রেনিংসের ছবি পোস্ট করতেই পারেন। কিন্তু স্কোর প্রকাশ করা নিয়ম ভঙ্গের শামিল। এবার দেখার এর জন্য কোহলিকে কোনও শাস্তির মুখে পড়তে হয় কি না।