shono
Advertisement

Breaking News

‘শত্রুতার মতো বিষয়ে মানুষ মাথা ঘামাক’, পাকিস্তান ম্যাচের আগে বলছেন রোহিত

রোহিত বলছেন, এশিয়া কাপের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
Posted: 07:27 PM Sep 01, 2023Updated: 07:27 PM Sep 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই বলছেন, এশিয়া কাপের (Asia Cup 2023) সব চেয়ে বারুদে ঠাসা ম্যাচ শনিবার। ভারতের সামনে পাকিস্তান (India vs Pakistan)। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তা মনেই করেন না। তিনি বলছেন, এশিয়া কাপের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি দলই শক্তিশালী। একে অপরকে হারাতেই পারে।

Advertisement

শনিবার এশিয়া কাপে চোদ্দোতম সাক্ষাত ভারত ও পাকিস্তানের। তার আগে ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ভারত জিতেছে সাত বার। পাকিস্তান জিতেছে পাঁচ বার। একটি ম্যাচের ফলাফল হয়নি।
শেষ পাঁচটি লড়াইয়ে ভারত জিতেছে চার বার। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ”এশিয়া কাপে ছ’টি লড়াকু দল রয়েছে। নির্দিষ্ট দিনে সবাই জেতার ক্ষমতা রাখে।” 

[আরও পড়ুন: বাবরদের বিরুদ্ধে মহারণের আগে কীভাবে রোহিতের টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন রবি শাস্ত্রী?]

রোহিত যা বললেন, তা হয়তো ঠিক। কিন্তু সবাই তো বলছেন ভারত-পাক ম্যাচের কথাই। রোহিত বলেন, ”শত্রুতা নিয়ে কথা বলবে মানুষ। দল হিসেবে আমরা যেটা দেখছি, তা হল একটা দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে শনিবার। যেটা করতে হবে, তা হল মাঠ নেমে নিজেদের কাজটা করতে হবে।”

[আরও পড়ুন: ‘শৈলেন মান্না অজাতশত্রু, বিকল্পহীন’, ‘মান্নাদা’র শতবর্ষে আবেগপ্রবণ সত্যজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement