shono
Advertisement

Asia Cup 2023:’টসের পাঁচ মিনিট আগে জানতে পারে ও খেলছে’, ম্যাচ জিতে রাহুলের প্রশংসায় ভারত অধিনায়ক রোহিত

চোটের জন্য শেষ মুহূর্তে ছিটকে যান শ্রেয়স আইয়ার।
Posted: 09:54 AM Sep 12, 2023Updated: 09:55 AM Sep 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টসের পাঁচ মিনিট আগে লোকেশ রাহুল (KL Rahul) জানতে পারেন তিনি খেলছেন। পাঁচ মিনিটের সেই প্রস্তুতিই যথেষ্ট ছিল লোকেশ রাহুলের জন্য। বাকিটা ইতিহাস। পাকিস্তানের বিরুদ্ধে ১১১ রানের অপরাজিত ইনিংস খেললেন।

Advertisement

বিরাট কোহলিও সেঞ্চুরি হাঁকালেন। পাকিস্তানকে চূর্ণ করল ভারত। টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা বলেন, ”বিরাটের ইনিংসটা দারুণ গতিশীল ছিল। আর কেএল রাহুল! শেষ মুহূর্তে চোট সারিয়ে মাঠে ফেরে। টসের আগে পাঁচ মিনিট খেলে রাহুল। আমরা ওকে বলেছিলাম তৈরি থাকো। এতেই একজন খেলোয়াড়ের মানসিকতা বোঝা যায়। দেখাই গেল কেমন ব্যাট করল রাহুল।” 

[আরও পড়ুন: মাঠের লড়াই মাঠেই থাক! রক্তাক্ত পাক তারকাকে দেখতে গেলেন রাহুল, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়]

 

ম্যাচের পাঁচ মিনিট আগে বড় ম্যাচের প্রস্তুতি নিয়ে সেঞ্চুরির নজির খুব একটা নেই। শ্রেয়স আইয়ার শেষ মুহূর্তে ছিটকে যান ম্যাচ থেকে। শ্রেয়স সরে যেতে রাস্তা খুলে যায় লোকেশ রাহুলের জন্য। বৃষ্টিবিঘ্নিত ভারত-পাক লড়াইয়ের প্রথম দিন ১৭ রানে অপরাজিত ছিলেন রাহুল। রিজার্ভ ডে-তে লোকেশ রাহুল ও বিরাট কোহলি পাকিস্তান বোলিং ধ্বংস করলেন।

[আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে গোধরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, আশঙ্কা উদ্ধব ঠাকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement