shono
Advertisement

Asia Cup 2023: রোহিত-শাকিবদের নিয়মরক্ষার ম্যাচেও বাদ সাধতে পারে বৃষ্টি, দেখে নিন আবহাওয়ার আপেডট

ফের বৃষ্টির ভ্রুকুটি।
Posted: 01:46 PM Sep 15, 2023Updated: 11:07 AM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপর শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের (Team India) মুখোমুখি হবে বাংলাদেশ (Bangladesh)। রোহিত শর্মার (Rohit Sharma) দল আগেই এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে চলে গিয়েছে। এদিকে এই ম্যাচে জিতলেও বাংলাদেশকে বিদায় নিতেই হবে। ফলে ম্যাচটা আদতে নিয়মরক্ষার। তবে এমন নিয়মরক্ষার ম্যাচেও ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি (Rain)। এমনটাই জানিয়েছে কলম্বোর আবহাওয়া দপ্তর।

Advertisement

কলম্বোর হাওয়া অফিসের আপডেট অনুসারে ম্যাচের মাঝে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ, সকাল ৭টা থেকে ৯টা, আবার বিকেল ৫ টা, রাত ৮টা এবং ৯ টাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ক্লাউড কভার বা মেঘের আবরণ ৯০ শতাংশে পৌঁছানোর প্রত্যাশিত, যা ম্যাচটি বারেবারে বিঘ্নিত হবে। 

[আরও পড়ুন: কুশল মেন্ডিস-সমরবিক্রমার ব্যাটে পাক বাঙ্কার ধ্বংস, টিম ইন্ডিয়ার সামনে মেগা ফাইনালে শ্রীলঙ্কা]

প্রেমাদাসা স্টেডিয়াম তার ব্যাটিং-বান্ধব পিচের জন্য পরিচিত। ম্যাচ যেমন এগোবে তেমনি স্পিনাররা খানিকটা সাহায্য পাবেন। মন্দ আবহাওয়া ও বৃষ্টির জন্য এবারের প্রতিযোগিতার একাধিক ম্যাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

মেগা ফাইনাল একই ভেন্যুতে ১৭ সেপ্টেম্বর রবিবার খেলা হবে। গোটা বিশ্বের ক্রিকেট ফ্যানরা এই ম্যাচের জন্য অপেক্ষায় রয়েছেন। তবে ভারত বনাম শ্রীলঙ্কা মেগা ফাইনালেও থাকছে বৃষ্টির আশঙ্কা।

[আরও পড়ুন: মুকুটে নতুন পালক, বিরাট-রোহিতদের ছাপিয়ে টাইম ম্যাগাজিনে হরমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement